অভিযুক্ত ১৫ ক্লাবের নির্বাচনে অংশ নিতে বাধা নেই

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৩: ৫৯

বিসিবি নির্বাচনে অনিয়মের দায়ে অভিযুক্ত ১৫ ক্লাবকে অংশ নিতে না দিতে হাইকোর্টে রিট আবেদন করেন ফারুক আহমেদ। ওই রিট আবেদনের রুল স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন হাইকোর্টের রুলের বিরুদ্ধে আপিল করা লোকমান হোসেন ভূঁইয়া।

বিজ্ঞাপন

অনিয়মের দায়ে অভিযুক্ত ১৫ ক্লাবের একটি নাখালপাড়া ক্রিকেটার্সের কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়া। সেই আপিলের রায়ে এই ক্লাবগুলোকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন ফারুক আহমেদ। ওই রিট আবেদনের রুল আদেশে ক্লাবগুলোকে নির্বাচন থেকে দূরে রাখার নির্দেশনা দেয় হাইকোর্ট। এবার সেই রায় বদলে গিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে।

এই ১৫ ক্লাবের কাউন্সিলরদের মধ্যে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন শুধুমাত্র ইফতেখার রহমান মিঠু। হাইকোর্টের আদেশের পর চূড়ান্ত প্রার্থী তালিকায় ছিল না তার নাম। সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের রায়ের পর তিনি প্রার্থীতা ফিরে পাবেন কি না- এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি এখনও।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত