অ্যাস্টন ভিলা ও ইউনাইটেডের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০০: ৫৫

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিলো ভিলা। এদিকে অঘটন ঘটিয়ে দিয়েছে চলতি মৌসুমের শুরু থেকেই ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে চ্যাম্পিয়ন লিভারপুলকে।

ঘরের মাঠ হটস্পার স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় টটেনহ্যাম। পঞ্চম মিনিটে তাদেরকে এগিয়ে নেন বেন্টানচুর। বাকি সময়ে দাপট দেখিয়েছে ভিলা। ৩৭তম মিনিটে তাদেরকে সমতায় ফেরান রজার্স। এরপর ৭৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন বুয়েন্দিয়া।

লিভারপুল ও ম্যানইউর লড়াই একচেটিয়া হবে বলে ধারণা করা হচ্ছিলো। তবে সেটা হতে দিলো ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। লিভারপুলের ঘরের মাঠে দ্বিতীয় মিনিটেই ইউনাইটেডকে এগিয়ে নেন বেউমো। ৭৮তম মিনিটে সেই গোল শোধ করেন কোডি হাকপো। এরপর ৮৪তম মিনিটে গোল করে ৩ পয়েন্ট কেড়ে নেন হ্যারি মাগুইর।

এই জয়ে ৮ ম্যাচে সমান ৩টি করে জয় ও ড্রতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে উঠে এলো ভিলা। ১৪ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে ছয়ে। এদিকে লিভারপুলের সামনে দুইয়ে ওঠার সুযোগ থাকলে তিনেই রয়ে গেছে তারা। ম্যানইউ ১৩ পয়েন্ট নিয়ে উঠে এসেছে নয় নম্বরে।

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত