বুমরাহ এখন গার্নার-পোলকদের ওপরে

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮: ১৯
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮: ২৪

গত কয়েক বছর ধরেই ভারতীয় পেস আক্রমণের তুরুপের তাস জাসপ্রিত বুমরাহ। দুর্দান্ত বোলিংয়ে বর্তমানে বিশ্ব ক্রিকেটের সেরা পেসারদের তালিকায় জায়গা করে নিয়েছেন। তারই ধারাবহিকতায় এবার জোয়েল গার্নার ও শন পোলকের মতো দুই কিংবদন্তি পেসারকে পেছনে ফেলে টেস্টে সবচেয়ে কম গড়ে ২০০ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন বুমরাহ।

বক্সিং ডে টেস্টে চতুর্থ দিন ট্রাভিস হেডকে নিতিশ রেড্ডির হাতে ক্যাচে পরিণত করেন বুমরাহ। সেই সঙ্গে সাদা পোশাকের ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই মাইলফলক স্পর্শ করতে ১৯.৫৬ গড়ে ৩ হাজার ৯৫৬ রান খরচ করেন তিনি।

বিজ্ঞাপন

এতোদিন টেস্টে সবচেয়ে কম গড়ে ২০০ উইকেট নেওয়ার রেকর্ডটি ছিল গার্নারের দখলে। ২০.৩৪ গড়ে ৪ হাজার ৬৭ রান খরচ করে ২০০ উইকেটের ক্লাবে পৌঁছান ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার। বুমরাহ’র রেকর্ডে তালিকার তিনে চলে গেলেন পোলক। ২০.৩৯ গড়ে ৪ হাজার ৭৭ রান খরচ করে টেস্টে ২০০ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার।

হেডকে ফিরিয়ে টেস্টে ভারতের দ্রুততম ২০০ উইকেট শিকারী বোলার বনে গেছেন বুমরাহ। বিশ্ব ক্রিকেটে বলের হিসেবে সেটা চতুর্থ দ্রুততম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত