আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘মিশন এক্সে’ সফল নাইজেরিয়া

স্পোর্টস ডেস্ক
‘মিশন এক্সে’ সফল নাইজেরিয়া

নারী আফ্রিকান কাপ অব নেশন্সে (ওয়াফকন) এর আগে নয়বার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা জিতেছে নাইজেরিয়া। আরো একবার নারীদের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে চ্যাম্পিয়ন হলো তারা। ২০২৫ সালের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে মরক্কোকে ৩-২ গোলে হারিয়েছে নাইজেরিয়া।

এর আগে ২০১৮ সালে সবশেষ ওয়াফকনের শিরোপা জিতেছিল নাইজেরিয়া। এরপর থেকেই দশম শিরোপায় চোখ ছিল দলটির। আফ্রিকান জায়ান্টরা এটার নাম দেয় মিশন এক্স। মরক্কোকে হারিয়ে এই মিশনে সফল হলো সুপার ফ্যালকনরা।

বিজ্ঞাপন

স্তাদে অলিম্পিক দে রাবাতে ২৪ মিনিটের মধ্যে দুইবার এগিয়ে যায় মরক্কো। ১২ মিনিটে দারুণ এক বাঁকানো শটে স্বাগতিকদের হয়ে ডেডলক ভাঙেন ঘিষলানে চিববাক। স্কোরলাইন ২-০ করেন সানা মাসৌদি।

ঘুরে দাঁড়িয়ে বিরতির পর তিনবার গোল উৎসব করে নাইজেরিয়া। ৬৪ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান কমান এসথার ওকোরোনকো। ৭ মিনিটের ব্যবধানে নাইজেরিয়ানদের ম্যাচে ফেরান ইজামিলুসি। শেষ বাঁশি বাজার ২ মিনিট আগে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন জেনিফার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন