স্পোর্টস ডেস্ক
লর্ডসে জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ১৬ রান। জোফরা আর্চারের দুই বাউন্ডারি ও এক সিঙ্গেল আর আরেক পেসার সাকিব মাহমুদের এক সিঙ্গেলে ইংলিশরা পায় মাত্র ১০ রান। দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুস্যামি অসাধারণ দৃঢ়তায় রুখে দিয়েছেন স্বাগতিকদের। তাই তো জয়ের দুয়ারে পৌঁছেও হতাশ হতে হয়েছে ইংলিশদের। তাতে লর্ডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড হার মেনেছে মাত্র ৫ রানে।
ম্যাথু ব্রিটজকের ৮৫ আর ট্রিস্টান স্টাবসের ৫৮ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা গড়ে ৩৩০ রানের পুঁজি। ট্রিস্টান স্টাবসের সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৭ রানের পার্টনারশিপ গড়েন ব্রিটজকে।
জবাবে জস বাটলার ৬১ ও জো রুট ৬১ রান এনে দিলেও ইংল্যান্ডের ব্যাটিং লড়াই ৯ উইকেটের বিনিময়ে থেমে যায় ৩২৫ রানে। নাটকীয় এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। ১৯৯৮ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল আফ্রিকার দেশটি।
এ নিয়ে ম্যাথু ব্রিটজকে খেললেন মাত্র ৫টি ওয়ানডে। পাঁচটিতেই উপহার দিলেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ১৫০, ৮৩, ৫৭, ৮৮ রানের পর ৮৫ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকান এ ব্যাটসম্যান গড়েছেন বিশ্ব রেকর্ড। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি ওয়ানডেতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন।
এতে ব্রিটজকে টপকে গেছেন ভারতের নভজ্যোৎ সিং সিধুকে। তার এই ইনিংসের সুবাদে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ৩৩০ রানের পুঁজি পায় প্রোটিয়ারা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৩৩০/৮, ৫০ ওভার (ব্রিটজকে ৮৫, স্টাবস ৫৮; আর্চার ৪/৬২ ও আদিল ২/৩৩)।
ইংল্যান্ড: ৩২৫/৯, ৫০ ওভার (বাটলার ৬১, রুট ৬১; বার্গার ৩/৬৩ ও মহারাজ ২/৫৯)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৫ রানে জয়ী।
ম্যাচসেরা: ম্যাথু ব্রিটজকে।
লর্ডসে জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ১৬ রান। জোফরা আর্চারের দুই বাউন্ডারি ও এক সিঙ্গেল আর আরেক পেসার সাকিব মাহমুদের এক সিঙ্গেলে ইংলিশরা পায় মাত্র ১০ রান। দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুস্যামি অসাধারণ দৃঢ়তায় রুখে দিয়েছেন স্বাগতিকদের। তাই তো জয়ের দুয়ারে পৌঁছেও হতাশ হতে হয়েছে ইংলিশদের। তাতে লর্ডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড হার মেনেছে মাত্র ৫ রানে।
ম্যাথু ব্রিটজকের ৮৫ আর ট্রিস্টান স্টাবসের ৫৮ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা গড়ে ৩৩০ রানের পুঁজি। ট্রিস্টান স্টাবসের সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৭ রানের পার্টনারশিপ গড়েন ব্রিটজকে।
জবাবে জস বাটলার ৬১ ও জো রুট ৬১ রান এনে দিলেও ইংল্যান্ডের ব্যাটিং লড়াই ৯ উইকেটের বিনিময়ে থেমে যায় ৩২৫ রানে। নাটকীয় এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। ১৯৯৮ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল আফ্রিকার দেশটি।
এ নিয়ে ম্যাথু ব্রিটজকে খেললেন মাত্র ৫টি ওয়ানডে। পাঁচটিতেই উপহার দিলেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ১৫০, ৮৩, ৫৭, ৮৮ রানের পর ৮৫ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকান এ ব্যাটসম্যান গড়েছেন বিশ্ব রেকর্ড। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি ওয়ানডেতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন।
এতে ব্রিটজকে টপকে গেছেন ভারতের নভজ্যোৎ সিং সিধুকে। তার এই ইনিংসের সুবাদে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ৩৩০ রানের পুঁজি পায় প্রোটিয়ারা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৩৩০/৮, ৫০ ওভার (ব্রিটজকে ৮৫, স্টাবস ৫৮; আর্চার ৪/৬২ ও আদিল ২/৩৩)।
ইংল্যান্ড: ৩২৫/৯, ৫০ ওভার (বাটলার ৬১, রুট ৬১; বার্গার ৩/৬৩ ও মহারাজ ২/৫৯)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৫ রানে জয়ী।
ম্যাচসেরা: ম্যাথু ব্রিটজকে।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে