ব্রিটজকের দ্যুতিতে ৫ রানের জয়ে সিরিজ নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৫৮

লর্ডসে জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ১৬ রান। জোফরা আর্চারের দুই বাউন্ডারি ও এক সিঙ্গেল আর আরেক পেসার সাকিব মাহমুদের এক সিঙ্গেলে ইংলিশরা পায় মাত্র ১০ রান। দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুস্যামি অসাধারণ দৃঢ়তায় রুখে দিয়েছেন স্বাগতিকদের। তাই তো জয়ের দুয়ারে পৌঁছেও হতাশ হতে হয়েছে ইংলিশদের। তাতে লর্ডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড হার মেনেছে মাত্র ৫ রানে।



ম্যাথু ব্রিটজকের ৮৫ আর ট্রিস্টান স্টাবসের ৫৮ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা গড়ে ৩৩০ রানের পুঁজি। ট্রিস্টান স্টাবসের সঙ্গে চতুর্থ উইকেটে ১৪৭ রানের পার্টনারশিপ গড়েন ব্রিটজকে।

বিজ্ঞাপন

জবাবে জস বাটলার ৬১ ও জো রুট ৬১ রান এনে দিলেও ইংল্যান্ডের ব্যাটিং লড়াই ৯ উইকেটের বিনিময়ে থেমে যায় ৩২৫ রানে। নাটকীয় এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। ১৯৯৮ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল আফ্রিকার দেশটি।



এ নিয়ে ম্যাথু ব্রিটজকে খেললেন মাত্র ৫টি ওয়ানডে। পাঁচটিতেই উপহার দিলেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ১৫০, ৮৩, ৫৭, ৮৮ রানের পর ৮৫ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকান এ ব্যাটসম্যান গড়েছেন বিশ্ব রেকর্ড। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি ওয়ানডেতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন।

এতে ব্রিটজকে টপকে গেছেন ভারতের নভজ্যোৎ সিং সিধুকে। তার এই ইনিংসের সুবাদে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ৩৩০ রানের পুঁজি পায় প্রোটিয়ারা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৩৩০/৮, ৫০ ওভার (ব্রিটজকে ৮৫, স্টাবস ৫৮; আর্চার ৪/৬২ ও আদিল ২/৩৩)।
ইংল্যান্ড: ৩২৫/৯, ৫০ ওভার (বাটলার ৬১, রুট ৬১; বার্গার ৩/৬৩ ও মহারাজ ২/৫৯)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৫ রানে জয়ী।
ম্যাচসেরা: ম্যাথু ব্রিটজকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত