ক্রিকেটারদের সঙ্গে বুলবুলের একদিন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২২: ৩০

ক্রিকেটারদের সঙ্গে বোর্ড পরিচালকদের ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ সেশন। যেখানে ক্রিকেটাররা তুলে ধরেন নিজেদের কথা। সমস্যা-সাফল্য সবই তুলে ধরেছেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। ক্রিকেটার-বোর্ড পরিচালকদের পাশাপাশি বিসিবির প্রধান নির্বাহী ও কোচিং স্টাফের সদস্যরাও উপস্থিত ছিলেন এই সেশনে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার সেশন শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি আরো জানান, ক্রিকেটাররা মন খুলে নিজেদের কথা বলেছেন বিসিবির কাছে।

ক্রিকেটারদের নিয়ে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একটি বিশেষ সেশন করবেন এই কথা শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে গতকাল সেই সেশনে বসেন ক্রিকেটার ও বিসিবি পরিচালকরা। ক্রিকেটারদের সবকিছুর দেখভালের দায়িত্ব বিসিবির- সেই চিন্তা থেকেই এই সেশন জানিয়ে বুলবুল বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অংশীদার আমরা মনে করি ক্রিকেটারদের। তারা মাঠে খেলে। তাদের দেখভাল করা আমাদের দায়িত্ব। দায়িত্ব বলতে শুধু ইনস্যুরেন্স, মেডিকেল নয়। মাঠে কোচরা যে স্কিল ডেভেলপ করে, সেটাই সবকিছু না।’ ক্রিকেটারদের সঙ্গে এই আলোচনার পর বিসিবি নিজেদের অবস্থান বুঝতে পারছে বলেও জানান বুলবুল।

বিজ্ঞাপন

তার কথায়, ‘জিজ্ঞেস করেছি লজিস্টিক, অ্যাটায়ার, অনুশীলনের সুবিধা, মেডিকেল, ওভারঅল সাপোর্ট—আমরা কতটুকু করতে পেরেছি। তারা তাদের কথা মন খুলে লিখেছে, পরামর্শ দিয়েছে। সেখান থেকে আমরা জানতে পেরেছি, আমাদের অবস্থান কোথায়। মজার ব্যাপার হচ্ছে, আমাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার বাইরে থেকে এসে ক্রিকেটাররা লাফিয়ে লাফিয়ে মাইক হাতে নিয়ে কথা বলছিল। মনের কথা প্রকাশ করছিল। এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার।’

ক্রিকেটাররা কীভাবে নিজেদের অবস্থান আরো উন্নত করতে পারেন সেই টোটকাও দিয়েছেন বলে জানান বুলবুল। তিনি বলেন, ‘আমাদের ক্রিকেটারদের সঙ্গে যেটা আলোচনা হয়েছে, পারফরম্যান্স কীভাবে আরো ভালো করতে পারি। আমাদের কাছে মনে হয়েছে যে তারা একেকটা বড় পাওয়ারহাউস। একেকটা ক্রিকেটার কীভাবে বিশ্বের সেরা ক্রিকেটার হতে পারবে, সেই আত্মবিশ্বাস তাদের দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করেছি।’ তিনি আরো যোগ করেন, ‘তাদের যে সমস্যাগুলো আছে, সেগুলো শেয়ার করেছে। তাদের সফলতাগুলো শেয়ার করেছে। তারা এটাও বলেছে যে, যেসব সাপোর্ট ক্রিকেট বোর্ড থেকে তারা পাচ্ছে, তাতে তারা খুশি। আরো কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমরা যে একটা দল, হারলে শুধু খেলোয়াড়রাই হারে না, কর্মকর্তারাও হারে, সেটা সবাইকে বোঝাতে পেরেছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত