ব্রিটজকের বিশ্বরেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪: ৩৮

ম্যাথু ব্রিটজকে
খেলেছেন ৫টি ওয়ানডে। পাঁচটিতেই উপহার দিয়েছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ১৫০, ৮৩, ৫৭, ৮৮ রানের পর ৮৫ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজকে গড়লেন বিশ্ব রেকর্ড। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি ওয়ানডে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন।
ব্রিটজকে টপকে গেছেন ভারতের নভজ্যোৎ সিং সিধুকে। তার এই ইনিংসের সুবাদে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ৩৩০ রানের পুঁজি গড়ে প্রোটিয়ারা।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com