রুমানার অভিযোগ উড়িয়ে দিল কোয়াব

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৪: ০০
রুমানা আহমেদ

নিজের ফেসবুক পেজে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নিয়ে বৈষম্যের অভিযোগ তোলেন জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। তার সঙ্গে তাল মিলিয়ে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ক্রিকেটার আর নারী ক্রিকেটারের ভেতর পার্থক্য আছে বন্ধু।’ এতেই খানিকটা আন্দাজ করা যায় দুজনই কথা বলছেন কোয়াব নিয়ে। তারা যে বৈষম্যের অভিযোগ তুলেছেন সেসব মানতে নারাজ কোয়াবের বর্তমান অ্যাডহক কমিটির সদস্য নিয়ামুর রশিদ রাহুল।

বিজ্ঞাপন

গতকাল রুমানা ও জ্যোতির ফেসবুক পোস্টের পর যোগাযোগ করা হয় নিয়ামুর রশিদ রাহুলের সঙ্গে। তিনি বলেন, ‘রুমানা যে লিখছে এটা ওর মনের কথা লিখছে! প্রথম কথা হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফায়ার্স অ্যাসোসিয়েশন সবার জন্য, নারী-পুরুষ ক্রিকেটার সবার জন্য। এখানে কোনোরকম বৈষম্য নেই।’ তিনি আরো যোগ করেন, ‘দ্বিতীয়ত অ্যাডহক কমিটি আমরা যারা দায়িত্ব নিয়েছি, এখানে গঠনতন্ত্র পরিবর্তন করা এবং সামনে কীভাবে এগোনো যায় সেটার দায়িত্বভার নিয়েছি আর নির্বাচনের প্রসেসটা যেন সুষ্ঠুভাবে করতে পারি...সেভাবে আমরা পদক্ষেপগুলো নিয়েছি।’

নারী ক্রিকেটারদের কোয়াবের অংশ নেওয়ার রাস্তা পরিষ্কার বলে জানান রাহুল। তার কথায়, ‘তৃতীয়ত নারীদের জন্য আমাদের গঠনতন্ত্রেই আছে, আমরা তাদের উইং খুলে দিয়েছি তারা উইংয়ে আসতে পারবে। ওদের লিগ তো অনেক কম টাকা দিয়ে হয়, জমজমাটও নয়। ওদের সাবস্ক্রিপশন যেন দেওয়ার মতো হয় সেজন্য আমরা দিয়েছি, এটা কাউকে ছোট করার জন্য নয়।’

তাদের এমন ফেসবুক পোস্ট যোগাযোগ ঘাটতির কারণে হয়েছে বলে জানান রাহুল। তার কথায়, ‘হয়তো যোগাযোগের ঘাটতির কারণে ভুল বোঝাবুঝি হতে পারে আসলে বিষয়টি এমন নয়। কোয়াব অবশ্যই ফর দ্য ক্রিকেটার, অব দ্য ক্রিকেটার, বাই দ্য ক্রিকেটার।’

বিষয়:

কোয়াব

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত