স্পোর্টস রিপোর্টার
নিজের ফেসবুক পেজে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নিয়ে বৈষম্যের অভিযোগ তোলেন জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। তার সঙ্গে তাল মিলিয়ে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ক্রিকেটার আর নারী ক্রিকেটারের ভেতর পার্থক্য আছে বন্ধু।’ এতেই খানিকটা আন্দাজ করা যায় দুজনই কথা বলছেন কোয়াব নিয়ে। তারা যে বৈষম্যের অভিযোগ তুলেছেন সেসব মানতে নারাজ কোয়াবের বর্তমান অ্যাডহক কমিটির সদস্য নিয়ামুর রশিদ রাহুল।
গতকাল রুমানা ও জ্যোতির ফেসবুক পোস্টের পর যোগাযোগ করা হয় নিয়ামুর রশিদ রাহুলের সঙ্গে। তিনি বলেন, ‘রুমানা যে লিখছে এটা ওর মনের কথা লিখছে! প্রথম কথা হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফায়ার্স অ্যাসোসিয়েশন সবার জন্য, নারী-পুরুষ ক্রিকেটার সবার জন্য। এখানে কোনোরকম বৈষম্য নেই।’ তিনি আরো যোগ করেন, ‘দ্বিতীয়ত অ্যাডহক কমিটি আমরা যারা দায়িত্ব নিয়েছি, এখানে গঠনতন্ত্র পরিবর্তন করা এবং সামনে কীভাবে এগোনো যায় সেটার দায়িত্বভার নিয়েছি আর নির্বাচনের প্রসেসটা যেন সুষ্ঠুভাবে করতে পারি...সেভাবে আমরা পদক্ষেপগুলো নিয়েছি।’
নারী ক্রিকেটারদের কোয়াবের অংশ নেওয়ার রাস্তা পরিষ্কার বলে জানান রাহুল। তার কথায়, ‘তৃতীয়ত নারীদের জন্য আমাদের গঠনতন্ত্রেই আছে, আমরা তাদের উইং খুলে দিয়েছি তারা উইংয়ে আসতে পারবে। ওদের লিগ তো অনেক কম টাকা দিয়ে হয়, জমজমাটও নয়। ওদের সাবস্ক্রিপশন যেন দেওয়ার মতো হয় সেজন্য আমরা দিয়েছি, এটা কাউকে ছোট করার জন্য নয়।’
তাদের এমন ফেসবুক পোস্ট যোগাযোগ ঘাটতির কারণে হয়েছে বলে জানান রাহুল। তার কথায়, ‘হয়তো যোগাযোগের ঘাটতির কারণে ভুল বোঝাবুঝি হতে পারে আসলে বিষয়টি এমন নয়। কোয়াব অবশ্যই ফর দ্য ক্রিকেটার, অব দ্য ক্রিকেটার, বাই দ্য ক্রিকেটার।’
নিজের ফেসবুক পেজে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নিয়ে বৈষম্যের অভিযোগ তোলেন জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। তার সঙ্গে তাল মিলিয়ে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ক্রিকেটার আর নারী ক্রিকেটারের ভেতর পার্থক্য আছে বন্ধু।’ এতেই খানিকটা আন্দাজ করা যায় দুজনই কথা বলছেন কোয়াব নিয়ে। তারা যে বৈষম্যের অভিযোগ তুলেছেন সেসব মানতে নারাজ কোয়াবের বর্তমান অ্যাডহক কমিটির সদস্য নিয়ামুর রশিদ রাহুল।
গতকাল রুমানা ও জ্যোতির ফেসবুক পোস্টের পর যোগাযোগ করা হয় নিয়ামুর রশিদ রাহুলের সঙ্গে। তিনি বলেন, ‘রুমানা যে লিখছে এটা ওর মনের কথা লিখছে! প্রথম কথা হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফায়ার্স অ্যাসোসিয়েশন সবার জন্য, নারী-পুরুষ ক্রিকেটার সবার জন্য। এখানে কোনোরকম বৈষম্য নেই।’ তিনি আরো যোগ করেন, ‘দ্বিতীয়ত অ্যাডহক কমিটি আমরা যারা দায়িত্ব নিয়েছি, এখানে গঠনতন্ত্র পরিবর্তন করা এবং সামনে কীভাবে এগোনো যায় সেটার দায়িত্বভার নিয়েছি আর নির্বাচনের প্রসেসটা যেন সুষ্ঠুভাবে করতে পারি...সেভাবে আমরা পদক্ষেপগুলো নিয়েছি।’
নারী ক্রিকেটারদের কোয়াবের অংশ নেওয়ার রাস্তা পরিষ্কার বলে জানান রাহুল। তার কথায়, ‘তৃতীয়ত নারীদের জন্য আমাদের গঠনতন্ত্রেই আছে, আমরা তাদের উইং খুলে দিয়েছি তারা উইংয়ে আসতে পারবে। ওদের লিগ তো অনেক কম টাকা দিয়ে হয়, জমজমাটও নয়। ওদের সাবস্ক্রিপশন যেন দেওয়ার মতো হয় সেজন্য আমরা দিয়েছি, এটা কাউকে ছোট করার জন্য নয়।’
তাদের এমন ফেসবুক পোস্ট যোগাযোগ ঘাটতির কারণে হয়েছে বলে জানান রাহুল। তার কথায়, ‘হয়তো যোগাযোগের ঘাটতির কারণে ভুল বোঝাবুঝি হতে পারে আসলে বিষয়টি এমন নয়। কোয়াব অবশ্যই ফর দ্য ক্রিকেটার, অব দ্য ক্রিকেটার, বাই দ্য ক্রিকেটার।’
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১৬ মিনিট আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
৪০ মিনিট আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১০ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
১০ ঘণ্টা আগে