আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেক্সিকোকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
মেক্সিকোকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

কোয়ার্টার ফাইনালের লড়াই বলতে যা বোঝায়, তার সবটাই ম্যাচজুড়ে উপহার দিয়েছে আর্জেন্টিনা-মেক্সিকো। তাতে শেষ হাসিটা হেসেছে আর্জেন্টিনা। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ চারে ওঠার লড়াইয়ে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

২০০৭ সালের পর এবারই প্রথম যুব বিশ্বকাপের শেষ চারে উঠল চারবারের চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টটির সর্বশেষ ৭ আসরের মধ্যে আর্জেন্টিনার সেরা সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। এবার ফাইনালে ওঠার হাতছানি তাদের সামনে।

চিলির সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে আর্জেন্টিনা গোল দুটি করেছে দুই অর্ধে দুটি গোল। প্রথমার্ধের নবম মিনিটে মেক্সিকান গোলকিপারের ভুলে বল পেয়ে দলকে এগিয়ে দেন মাহের কারিজো। আসরে এটি তার তৃতীয় গোল।

আর্জেন্টিনা দ্বিতীয় গোলটি পায় ৫৬তম মিনিটে। বদলি নামা মাতেও সিলভেত্তি গতিময় শটে স্কোরলাইন ২-০ করেন। ইন্টার মায়ামিতে খেলা এই উইঙ্গারের টুর্নামেন্টে দ্বিতীয় গোল এটি। এই দুই গোলের ব্যবধান ধরে রেখেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

ফাইনালে ওঠার লড়াইটা সহজ হবে না যুবাদের জন্য। সেখানে বুধবারের লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। গতকালের অন্য কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া ৩-২ গোলে হারায় স্পেনকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন