কনসার্ট নয়, ক্রিকেটে বিনিয়োগের আহবান তামিমের

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮: ৩৩

বিপিএল শুরুর প্রায় দুই মাস থেকে বিসিবি জানাচ্ছিল বিপিএল এবার ভিন্ন রকম হবে। রাত পোহালে মাঠে গড়াবে বিপিএল তবুও ভিন্ন কিছু খুঁজে পাননি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তার মতে ভিন্নতা শুধু টুর্নামেন্ট শুরুর আগে হওয়া কনসার্ট। বিপিএলে ভালো কিছু করতে হলে কনসার্টের চেয়ে বরং ক্রিকেটে বিনিয়োগ করতে হবে বলে মনে করেন তামিম।

বিজ্ঞাপন

আগামীকাল সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবেন রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচের আগে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, অন্যরকম কিছু দেখিনি। কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয়, অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদেরকে ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

তিনি আরও বলেন, ‘আমাদেরকে টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। কনসার্ট বা অন্য কোনো কিছুতে নয়। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারব যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে। দারুণ একটি অনুষ্ঠান হয়েছে, যা দেখেছি। আমি ছিলাম না দেশে।’

পরে অবশ্য নিজের সুর নরম করে টুর্নামেন্ট নিয়ে বলেন, তবে এখনই কোনো মন্তব্য করাটা তড়িঘড়ি হয়ে যায়। কারণ, জানি না আসলে কালকে কী আছে আমাদের জন্য। তাই এটাও যথোপযুক্ত হবে না যে আমি একটা মন্তব্য করে দিলাম আর সেটা খারাপভাবে গেল। যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি এতটুকু বলতে পারি যে আপনারা যদি বিপিএলকে পরিবর্তন করতে চান, তাহলে ক্রিকেটে বিনিয়োগ করুন, টুর্নামেন্টে বিনিয়োগ করুন।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত