
স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বিপিএল শুরুর প্রায় দুই মাস থেকে বিসিবি জানাচ্ছিল বিপিএল এবার ভিন্ন রকম হবে। রাত পোহালে মাঠে গড়াবে বিপিএল তবুও ভিন্ন কিছু খুঁজে পাননি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তার মতে ভিন্নতা শুধু টুর্নামেন্ট শুরুর আগে হওয়া কনসার্ট। বিপিএলে ভালো কিছু করতে হলে কনসার্টের চেয়ে বরং ক্রিকেটে বিনিয়োগ করতে হবে বলে মনে করেন তামিম।
আগামীকাল সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবেন রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচের আগে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, অন্যরকম কিছু দেখিনি। কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয়, অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদেরকে ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
তিনি আরও বলেন, ‘আমাদেরকে টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। কনসার্ট বা অন্য কোনো কিছুতে নয়। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারব যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে। দারুণ একটি অনুষ্ঠান হয়েছে, যা দেখেছি। আমি ছিলাম না দেশে।’
পরে অবশ্য নিজের সুর নরম করে টুর্নামেন্ট নিয়ে বলেন, তবে এখনই কোনো মন্তব্য করাটা তড়িঘড়ি হয়ে যায়। কারণ, জানি না আসলে কালকে কী আছে আমাদের জন্য। তাই এটাও যথোপযুক্ত হবে না যে আমি একটা মন্তব্য করে দিলাম আর সেটা খারাপভাবে গেল। যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি এতটুকু বলতে পারি যে আপনারা যদি বিপিএলকে পরিবর্তন করতে চান, তাহলে ক্রিকেটে বিনিয়োগ করুন, টুর্নামেন্টে বিনিয়োগ করুন।’

বিপিএল শুরুর প্রায় দুই মাস থেকে বিসিবি জানাচ্ছিল বিপিএল এবার ভিন্ন রকম হবে। রাত পোহালে মাঠে গড়াবে বিপিএল তবুও ভিন্ন কিছু খুঁজে পাননি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তার মতে ভিন্নতা শুধু টুর্নামেন্ট শুরুর আগে হওয়া কনসার্ট। বিপিএলে ভালো কিছু করতে হলে কনসার্টের চেয়ে বরং ক্রিকেটে বিনিয়োগ করতে হবে বলে মনে করেন তামিম।
আগামীকাল সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবেন রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচের আগে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, অন্যরকম কিছু দেখিনি। কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয়, অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদেরকে ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
তিনি আরও বলেন, ‘আমাদেরকে টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। কনসার্ট বা অন্য কোনো কিছুতে নয়। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারব যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে। দারুণ একটি অনুষ্ঠান হয়েছে, যা দেখেছি। আমি ছিলাম না দেশে।’
পরে অবশ্য নিজের সুর নরম করে টুর্নামেন্ট নিয়ে বলেন, তবে এখনই কোনো মন্তব্য করাটা তড়িঘড়ি হয়ে যায়। কারণ, জানি না আসলে কালকে কী আছে আমাদের জন্য। তাই এটাও যথোপযুক্ত হবে না যে আমি একটা মন্তব্য করে দিলাম আর সেটা খারাপভাবে গেল। যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি এতটুকু বলতে পারি যে আপনারা যদি বিপিএলকে পরিবর্তন করতে চান, তাহলে ক্রিকেটে বিনিয়োগ করুন, টুর্নামেন্টে বিনিয়োগ করুন।’

আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
২ ঘণ্টা আগে
৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
৩ ঘণ্টা আগে
সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
৪ ঘণ্টা আগে