ক্যাম্প থেকে স্বর্ণজয়ী দিপুকে অব্যাহতি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২১: ৩০

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসএ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয়ী তায়কোয়ান্দোকা দিপু চাকমাকে জাতীয় দলের ক্যাম্প থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফেডারেশনের অভিযোগ, তায়কোয়ান্দোর দক্ষিণ কোরিয়ান নতুন কোচ জুন গিউ চোইয়ের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালান দিপু। এছাড়া খেলোয়াড়ের মধ্যে গ্রুপিং, ওভারনাইট সজাগ থাকা এবং বাজে নেশাও অভ্যাস রয়েছে দিপুর। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এই খেলোয়াড়।

তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল এরশাদুল হক বলেন, ‘দিপু ক্যাম্পে ওভারনাইট সজাগ থাকত। তায়কোয়ান্দোকাদের মধ্যে গ্রুপিং করত। গাজা খেত। পারিবারিক মামলায় হতাশাও তাকে ঝেঁকে ধরেছিল। এত কিছুর পরও তাকে রাখা হয়েছিল ক্যাম্পে। কিন্তু ১৩ অক্টোবর দক্ষিণ কোরিয়া থেকে কোচ আনার পর সে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালায়। আজেবাজে কথা বলেছে। যা একজন ক্রীড়াবিদসুলভ আচরণ নয়। তাই তাকে ক্যাম্প থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে দিপু বলেন, ‘১৪ অক্টোবর নতুন কোচের আসা নিয়ে এমনিতেই একটি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে। সেখানে অনেকে মজা করে অনেক কথা লিখেছিল। আমিও তাদের জবাবে মজার ছলেই উত্তর দিয়েছিলাম। পর দিন তো আমাকে অব্যাহতিই দিয়ে দেয় ক্যাম্প থেকে।’

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত