স্পোর্টস রিপোর্টার
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসএ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয়ী তায়কোয়ান্দোকা দিপু চাকমাকে জাতীয় দলের ক্যাম্প থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফেডারেশনের অভিযোগ, তায়কোয়ান্দোর দক্ষিণ কোরিয়ান নতুন কোচ জুন গিউ চোইয়ের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালান দিপু। এছাড়া খেলোয়াড়ের মধ্যে গ্রুপিং, ওভারনাইট সজাগ থাকা এবং বাজে নেশাও অভ্যাস রয়েছে দিপুর। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এই খেলোয়াড়।
তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল এরশাদুল হক বলেন, ‘দিপু ক্যাম্পে ওভারনাইট সজাগ থাকত। তায়কোয়ান্দোকাদের মধ্যে গ্রুপিং করত। গাজা খেত। পারিবারিক মামলায় হতাশাও তাকে ঝেঁকে ধরেছিল। এত কিছুর পরও তাকে রাখা হয়েছিল ক্যাম্পে। কিন্তু ১৩ অক্টোবর দক্ষিণ কোরিয়া থেকে কোচ আনার পর সে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালায়। আজেবাজে কথা বলেছে। যা একজন ক্রীড়াবিদসুলভ আচরণ নয়। তাই তাকে ক্যাম্প থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে দিপু বলেন, ‘১৪ অক্টোবর নতুন কোচের আসা নিয়ে এমনিতেই একটি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে। সেখানে অনেকে মজা করে অনেক কথা লিখেছিল। আমিও তাদের জবাবে মজার ছলেই উত্তর দিয়েছিলাম। পর দিন তো আমাকে অব্যাহতিই দিয়ে দেয় ক্যাম্প থেকে।’
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসএ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয়ী তায়কোয়ান্দোকা দিপু চাকমাকে জাতীয় দলের ক্যাম্প থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফেডারেশনের অভিযোগ, তায়কোয়ান্দোর দক্ষিণ কোরিয়ান নতুন কোচ জুন গিউ চোইয়ের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালান দিপু। এছাড়া খেলোয়াড়ের মধ্যে গ্রুপিং, ওভারনাইট সজাগ থাকা এবং বাজে নেশাও অভ্যাস রয়েছে দিপুর। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এই খেলোয়াড়।
তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল এরশাদুল হক বলেন, ‘দিপু ক্যাম্পে ওভারনাইট সজাগ থাকত। তায়কোয়ান্দোকাদের মধ্যে গ্রুপিং করত। গাজা খেত। পারিবারিক মামলায় হতাশাও তাকে ঝেঁকে ধরেছিল। এত কিছুর পরও তাকে রাখা হয়েছিল ক্যাম্পে। কিন্তু ১৩ অক্টোবর দক্ষিণ কোরিয়া থেকে কোচ আনার পর সে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালায়। আজেবাজে কথা বলেছে। যা একজন ক্রীড়াবিদসুলভ আচরণ নয়। তাই তাকে ক্যাম্প থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে দিপু বলেন, ‘১৪ অক্টোবর নতুন কোচের আসা নিয়ে এমনিতেই একটি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে। সেখানে অনেকে মজা করে অনেক কথা লিখেছিল। আমিও তাদের জবাবে মজার ছলেই উত্তর দিয়েছিলাম। পর দিন তো আমাকে অব্যাহতিই দিয়ে দেয় ক্যাম্প থেকে।’
খেলা ছিল এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে। যেটা কিনা এখন বার্সেলোনার ঘরের মাঠ। আর কাতালানদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। ম্যাচ হবে একপেশে।
১ ঘণ্টা আগেলেস্টার যেবার রূপকথার জন্ম দিল, ওই বছরই চতুর্থ টায়ারে নেমে যাওয়ার শঙ্কায় ছিল সুইডেনের ক্লাব মিয়ালবির। ৯ বছর পর রথ চলল উল্টো পথে; লেস্টার ইপিএল থেকে অবনমিত হয়েছে আর মিয়ালবির হাতে উঠল শিরোপা। তাও প্রথমবারের মতো মেজর কোনো শিরোপা।
৩ ঘণ্টা আগেআইসিসি নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য আসরে টিকে থাকার। বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২০২ রানে গুটিয়ে দিয়েও শেষের ব্যাটিং বিপর্যয়ে ৭ রানে হারতে হয়েছে বাংলাদেশকে।
৫ ঘণ্টা আগেব্রায়ান লারার ব্যাটিংয়ের ভক্তের অভাব নেই। তার ব্যাক ফুট ড্রাইভ, কাভার ড্রাইভ কিংবা পুল এবং হুক শট যে কারো চোখ জুড়িয়ে দিত। পায়ের কাজটা যেকোনো ব্যাটারের কাছে স্বপ্নের মতো। ক্যারিবিয়ান কিংবদন্তির পায়ের কাজকে ব্যাখ্যা করতে গিয়ে কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে টেনে আনলেন আরেক মহাতারকা শচিন টেন্ডুলকার।
৭ ঘণ্টা আগে