চ্যাম্পিয়নস লিগ

দেম্বেলে-দোন্নারুম্মার ম্যাজিক দেখল ফুটবল দুনিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০২: ০০

গ্যালারি কিংবা ছোট পর্দায়। মাঠের রোমাঞ্চ উপভোগের জন্য একটু প্রস্তুতির দরকার হয়। দর্শকরা নিজেদের সেই ‘গা-গরম’ পর্ব সেরে নিতে একটু সময় নেন। এরই মধ্যে কেউ কিছু বুঝে ওঠার আগেই যদি হয়ে যায় গোল। তাহলে ফুটবল অনুরাগীদের যেন পেয়ে বসে আফসোস। ম্যাচে যদি আর কোনো গোলই না হয়, তবে দর্শকদের অতৃপ্তির যেন সীমা-পরিসীমা থাকে না। যেমনটা হলো চ্যাম্পিয়নস লিগে।

বিজ্ঞাপন

এমিরেটস স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে। ম্যাচের চতুর্থ মিনিটে স্বাগতিক আর্সেনালের জালে গোল দিয়ে ফেলেন পিএসজির উসমান দেম্বেলে। ফরাসি এ তারকা স্ট্রাইকারের এগিয়ে নেওয়ার পর দাপট দেখিয়েছেন পিএসজির গোলবারের অতন্দ্র প্রহরী জিয়ানলুইজি দোন্নারুম্মা। গুনে গুনে গানারদের পাঁচটি নিশ্চিত গোল প্রচেষ্টা রুখে দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ফুটবল দুনিয়াকে। তাতে সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। আর কষ্টার্জিত এ জয়ে ইউরোপের সেরাদের আসরের ফাইনালের পথে খানিকটা এগিয়ে থাকল ফরাসি চ্যাম্পিয়নরা।

কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই আর্সেনাল যেভাবে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছিল। তার বিন্দুমাত্র দেখা মিলল না এ ম্যাচে। বল দখল, শট নেওয়া, পাসিং- প্রতিটি জায়গায় ইংলিশ জায়ান্ট ক্লাবটি থেকে ঢের এগিয়ে ছিল প্যারিসের দলটি। রক্ষণে যেন তৈরি করে রাখে দুর্ভেদ্য মানব প্রাচীর। কোচ মিকেল আর্তেতার শিষ্যদের সব ধরনের প্রচেষ্টা মাটিতে করে দিতে আদা-জল খেয়েই নেমেছিল লুইস এনরিকের ক্লাব এবং নিজেদের এ রণকৌশলে সাফল্য পেয়েছে সফরকারীরা।

জয়সূচক গোল উপহার দিয়ে ম্যাচে পিএসজির জয়ের নায়ক বনে যান দেম্বেলে। তার এ গোলে অ্যাসিস্ট করেন খিচা কাভারাস্কেইয়া। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ রচনা করেন ‘জর্জিয়ান ম্যারাডোনা’খ্যাত এ ফুটবলার। পরে বক্সের মধ্যে আর্সেনালের দুই রক্ষণভাগের ফুটবলারকে বোকা বানিয়ে বল ঠেলে দেন দেম্বেলের কাছে। সামনে বল পেয়েই এ ফরোয়ার্ড বাঁ পায়ের শটে জাল কাঁপিয়ে দিতে বিন্দুমাত্র কাল বিলম্ব করেননি বিশ্বকাপজয়ী এ ফুটবলার। আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়ার তাকিয়ে দেখা ছাড়া করার মতো আর কিছুই ছিল না। ইউরোজয়ী দোন্নারুম্মা দুর্দান্ত কিছু সেভের বদৌলতে শেষে জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

আগামী বুধবার রাতে ঘরের মাঠ প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ফিরতি লেগের ম্যাচে প্রতিপক্ষ আর্সেনালকে রুখতে পারলেই কাজের কাজটি হয়ে যাবে। আর জিতলে তো কথাই নেই। পাঁচ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এ টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে নিজেদের নাম লিখে ফেলবে পিএসজি। প্রত্যাবর্তনের গল্প লিখতে হলে ইংল্যান্ডের ক্লাবকে কম করে হলেও ২-০ গোলের ব্যবধানে জিততে হবে। প্রতিপক্ষের মাঠে যেটা করা আর্সেনালের জন্য কঠিন এক চ্যালেঞ্জই বটে।


একনজরে ফল
আর্সেনাল ০-১ পিএসজি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত