ব্রেন্ডন টেলরকে দেওয়া আইসিসির সাড়ে তিন বছর বা ৪২ মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৫ জুলাই। এবার জিম্বাবুয়ের হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন এই তারকা উইকেটরক্ষক ব্যাটার।
বুলাওয়েতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু হবে ৭ আগস্ট । সাবেক অধিনায়ককে রেখে আসন্ন ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। এমনটাই জানিয়েছেন দলটির অধিনায়ক ক্রেইগ আরভিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরভিন বলেন, ‘টেলরকে দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়েছে। আমি জানি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করতে গত এক বছরে সে কতটা পরিশ্রম করেছে। তাকে ফিরে পেতে আমি রোমাঞ্চিত। এটা দেখার অপেক্ষায় আছি যে সে দলের জন্য কতটা অবদান রাখতে পারে।’
জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালুর কথা বলে টেলরকে ভারতে ডেকে নেন এক ব্যবসায়ী। সেখানে নিয়ে তাকে কোকেন খাওয়ানোর পাশাপাশি ১৫ হাজার ডলার দেওয়া হয়। এরপর তাকে ম্যাচ না পাতালে ভিডিও ফাঁস করার হুমকি দেন ওই ব্যবসায়ী।
যদিও ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার কথা আইসিসিকে জানাতে দেরি করেন টেলর। ২০২২ সালের জানুয়ারিতে আইসিসিকে সব তথ্য দেন এই ক্রিকেটার। এরপর তাকে দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করায় ওই শাস্তি দেয় আইসিসি।
নিয়ম অনুযায়ী, নিষেধাজ্ঞার সময়গুলোতে কোনো ঘরোয়া বা জাতীয় দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি টেলর। তাই বলে হাল ছেড়ে দেননি। হারারেতে একটি স্কুলের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করেছেন টেলর।

