শেষ ওয়ানডেতে হার

সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১০: ১৯

সরাসরি আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সংস্করণের সিরিজের শেষ ম্যাচে জিততেই হতো বাংলাদেশকে। সেটা করে দেখাতে পারেনি। আট উইকেটে হেরেছে তারা। ২-১ ব্যবধানে সিরিজ হারায় বাছাই পর্ব অতিক্রম করে ওয়ানডে বিশ্বকাপ খেলতে হবে লাল-সবুজের দলকে।

বিজ্ঞাপন

সেন্ট কিটসে আগে ব্যাট করে ১১৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। জবাবে ২৭.৩ ওভারে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে হার দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে নিগার সুলতানা জ্যোতির দল। নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের সব ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে বাংলাদেশ।

ওয়ানডে বিশ্বকাপে আয়োজক ভারত ছাড়াও সরাসরি অংশ নেবে টেবিলের শীর্ষ পাঁচ দল। বাকি দুই দল আসবে বাছাই পর্বের বাধা পেরিয়ে। দুটি জায়গায় জন্য লড়াই করবে ছয় দল। বাংলাদেশ ছাড়াও বাছাই পর্বের বাকি পাঁচ দল হলো ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, থাইল্যান্ড ও স্কটল্যান্ড।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত