শানাকার শূন্যের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ১৬
দাসুন শানাকা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শূন্যের বিশ্বরেকর্ড গড়েছেন দাসুন শানাকা। পাকিস্তানের বিপক্ষে ক্রিজে এসেই শানাকা ক্যাচ দেন উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের হাতে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ১৪ বার শূন্য রানে আউট হলেন শানাকা।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক সর্বোচ্চ ডাক মারার রেকর্ডটি গড়েন ১১৩তম ম্যাচে। এতদিন ১৩টি ডাক নিয়ে সর্বোচ্চ ডাকের রেকর্ড ভাগাভাগি করছিলেন ছয়জন। শানাকা সবাইকে ছাড়িয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি নিজের করে নিয়েছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ১৩ বার ডাক নিয়ে টি-টোয়েন্টিতে আউট হয়েছেন- রুয়ান্ডার কেভিন ইরাকোজি, জেপি বিমেনিমানা ও মার্টিন আকায়েজু, বাংলাদেশের সৌম্য সরকার ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।


রোহিত শর্মাসহ তিন ব্যাটসম্যান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ বার করে শূন্য রানে আউট হয়েছেন। পাঁচজন করে ক্রিকেটার ১১ ও ১০ বার ডাক পেয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত