ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৫: ৪৫
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২১: ৪১

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত ছিলেন রিশাদ হোসেন। এবার এর পুরস্কার পেলেন এই লেগস্পিনার। এই সংস্করণের বোলারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন তিনি।

প্রথম টি-টোয়েন্টিতে এক উইকেট নেন রিশাদ। দ্বিতীয় ম্যাচে ১৮ রানের বিনিময়ে ঝুলিতে পুরেন ৩ উইকেট। ম্যাচটিতে দলের সেরা বোলার তিনি। সব মিলিয়ে ২ ম্যাচে ৪ উইকেট নিয়ে আইসিসি প্রকাশিত সবশেষ টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১২ ধাপ।

বিজ্ঞাপন

বর্তমানে রিশাদের অবস্থান ১৭তম। এই বোলারের সংগ্রহ ৬২৩ রেটিং পয়েন্ট। বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ২০ ধাপ এগিয়েছেন শরিফুল ইসলাম। দ্বিতীয় টি-টোয়েন্টি ২ উইকেট নেন এই বাঁহাতি পেসার। ৪৮২ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে তার অবস্থান ৫৭তম। অবনতি হয়েছে তাসকিন আহমেদ ও শেখ মাহেদি হাসানের। এই দুজন আছেন যথাক্রমে ২৯ ও ২৫ নম্বরে।

টি-টোয়েন্টির ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। ১২ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে আছেন ইমন। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। দ্বিতীয় ম্যাচে ২৫ বলে ৩১ রান করেন হৃদয়। ১ ধাপ এগিয়ে ৪১ তম স্থানে আছেন এই মিডলঅর্ডার ব্যাটার। ২ ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে আছেন তানজিদ হাসান তামিম। প্রথম দুই টি-টোয়েন্টিতে সাকুল্যে ২১ রান করেন এই ওপেনার।

টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন রুট। ৮৮৮ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তাহ ঘুরতেই সিংহাসন দখলে নিলেন এই ইংলিশ ব্যাটার। দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন হ্যারি ব্রুক। এক ধাপ এগিয়ে দুইয়ে আছেন কেন উইলিয়ামসন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেন স্কট বোল্যান্ড। ছয় ধাপ এগিয়ে বর্তমানে ছয়ে উঠে এসেছেন এই পেসার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত