আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কার তারকা ব্যাটার দিমুথ করুনারত্নে। একই সঙ্গে টেস্টে ১০ হাজারি রানের ক্লাবে না পৌঁছাতে পারার আক্ষেপের কথা শুনিয়েছেন তিনি।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী ৬ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচে অজিদের মুখোমুখি হবে স্বাগতিকরা। সেটা হবে করুনারত্নের ১০০তম টেস্ট। সাদা পোশাকে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন এই ওপেনার।
২০১১ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন করুনারত্নে। তার পরের বছরের নভেম্বরে টেস্টে অভিষেক হয়। এখন পর্যন্ত খেলা ৯৯ টেস্টে তার সংগ্রহ ৭ হাজার ১৭২ রান। এই সংস্করণে ১৬টি সেঞ্চুরি আছে তার।
অবসর নিয়ে ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে করুনারত্নে বলেন, ‘একশ টেস্ট খেলা কঠিন কাজ। বিশেষ করে একজন ওপেনারের জন্য। টেস্টে ১০ হাজার রান না করতে পারার আক্ষেপ থাকবে আমার। ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালটা যেমন গেছে যেভাবে চালিয়ে যেতে পারতাম। এরপর কোভিড এলো। তাছাড়া শ্রীলঙ্কাও আর আগের মতো বেশি টেস্ট খেলে না।’
এই অভিজ্ঞ ক্রিকেটার আরও বলেন, ‘পরবর্তী টেস্ট চ্যাম্পিয়শিপের জন্য ৩ বা ৪ জন তরুণ খেলোয়াড় আসতে পারে। তাই এটা আমার জন্য বিদায়ের সঠিক সময়। তাছাড়া আমার শুরুটা হয় গলে। একই ভেন্যুতে শেষ করতে পারাটা আমার জন্য চমৎকার হবে।’

