স্পোর্টস ডেস্ক
এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ভারত থেমেছে ৫৮৭ রানে। অথচ দলীয় ২১১ রানেই ৫ উইকেট হারিয়েছিল তারা। ষষ্ঠ উইকেটে শুবমান গিলের সঙ্গে ২০৩ রান যোগ করেন রবীন্দ্র জাদেজা। মূলত এই জুটিতে ভর করেই বড় সংগ্রহ পেয়েছে ভারত। গিলের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ জুটি গড়ার আগে দলীয় নিয়ম ভেঙেছেন জাদেজা। জানিয়েছেন দলের ভালোর জন্যই এই কাজ করেছেন তারকা অলরাউন্ডার। তাই শাস্তি পেতে হচ্ছে না তাকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির পর বেশকিছু নিয়ম করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, কোনো ক্রিকেটার অনুশীলনে বা মাঠে একা যেতে পারবে না। টিম বাসে করে ভ্রমণ করতে হবে ক্রিকেটারদের। কিন্তু এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে এই নিয়মটি ভঙ্গ করেছেন জাদেজা।
এদিন অনুশীলনের জন্য দলের আগেই মাঠে চলে যান। মাঠে গিয়ে নেটে নিজেকে ঝালিয়ে নেন প্রথম দিন শেষে ৪১ রানে অপরাজিত থাকা জাদেজা। জাদেজার এমন উদ্যোগ কাজে লেগেছে বেশ। জশ টাংয়ের বলে আউট হওয়ার আগে ৮৯ রানের ইনিংস খেলেন তিনি।
দ্বিতীয় দিনের খেলা শেষে জাদেজা বলেন, ‘আমি ভাবছিলাম মাঠে আগে গিয়ে একটু ব্যাটিং করা উচিত। আমার মনে হচ্ছিল দ্বিতীয় নতুন বল পার করে দিতে পারলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। সৌভাগ্যবশতভাবে আমি দুপুরের খাবার পর্যন্ত ব্যাট করতে পেরেছি। এরপর গিল ওয়াশিংটন আরও একটা জুটি গড়েছিল।’
জাদেজা আরও বলেন, ‘ইংল্যান্ডের বিষয়টি হলো, যত লম্বা সময় ব্যাটিং করা যায় ততোই ভালো। কারণ আপনি এখনে কখনই সেট না। বল সব সময়ই সুইং করে। বল যেকোনো সময় সুই করে ব্যাটে কানায় লাগতে পারে বা বোল্ড করতে পারে।’
এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ভারত থেমেছে ৫৮৭ রানে। অথচ দলীয় ২১১ রানেই ৫ উইকেট হারিয়েছিল তারা। ষষ্ঠ উইকেটে শুবমান গিলের সঙ্গে ২০৩ রান যোগ করেন রবীন্দ্র জাদেজা। মূলত এই জুটিতে ভর করেই বড় সংগ্রহ পেয়েছে ভারত। গিলের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ জুটি গড়ার আগে দলীয় নিয়ম ভেঙেছেন জাদেজা। জানিয়েছেন দলের ভালোর জন্যই এই কাজ করেছেন তারকা অলরাউন্ডার। তাই শাস্তি পেতে হচ্ছে না তাকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির পর বেশকিছু নিয়ম করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, কোনো ক্রিকেটার অনুশীলনে বা মাঠে একা যেতে পারবে না। টিম বাসে করে ভ্রমণ করতে হবে ক্রিকেটারদের। কিন্তু এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে এই নিয়মটি ভঙ্গ করেছেন জাদেজা।
এদিন অনুশীলনের জন্য দলের আগেই মাঠে চলে যান। মাঠে গিয়ে নেটে নিজেকে ঝালিয়ে নেন প্রথম দিন শেষে ৪১ রানে অপরাজিত থাকা জাদেজা। জাদেজার এমন উদ্যোগ কাজে লেগেছে বেশ। জশ টাংয়ের বলে আউট হওয়ার আগে ৮৯ রানের ইনিংস খেলেন তিনি।
দ্বিতীয় দিনের খেলা শেষে জাদেজা বলেন, ‘আমি ভাবছিলাম মাঠে আগে গিয়ে একটু ব্যাটিং করা উচিত। আমার মনে হচ্ছিল দ্বিতীয় নতুন বল পার করে দিতে পারলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। সৌভাগ্যবশতভাবে আমি দুপুরের খাবার পর্যন্ত ব্যাট করতে পেরেছি। এরপর গিল ওয়াশিংটন আরও একটা জুটি গড়েছিল।’
জাদেজা আরও বলেন, ‘ইংল্যান্ডের বিষয়টি হলো, যত লম্বা সময় ব্যাটিং করা যায় ততোই ভালো। কারণ আপনি এখনে কখনই সেট না। বল সব সময়ই সুইং করে। বল যেকোনো সময় সুই করে ব্যাটে কানায় লাগতে পারে বা বোল্ড করতে পারে।’
আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
১৩ মিনিট আগে৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
১ ঘণ্টা আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
২ ঘণ্টা আগে