না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের সাবেক বাঁহাতি স্পিনার দিলীপ দোশি। সোমবার (২৩ জুন) লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
১৯৭৯ সালের সেপ্টেম্বরে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন দোশি। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানে তুলে নেন ৬ উইকেট। টেস্ট অভিষেকে পাঁচ উইকেট পাওয়া নয়জন ভারতীয় ক্রিকেটারের একজন তিনি। সব মিলিয়ে নিজের প্রথম টেস্টে ১৬৭ রানে ৮ উইকেট নেন দোশি।
অবসরে যাওয়ার আগে ভারতের হয়ে ৩৩টি সাদা পোশাকের ম্যাচ খেলেন দোশি। যেখানে তার শিকার ১১৪ উইকেট। অন্যদিকে ১৫ ওয়ানেডেতে ২২ উইকেট নেন সাবেক এই স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। ভারতের হয়ে ১৯৮৩ সালের সেপ্টেম্বরে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেন তিনি।
সৌরাষ্ট্র এবং বাংলার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন দোশি। কাউন্টিতে নটিংহ্যামশায়ার এবং ওয়ারউইকশায়ারের প্রতিনিধিত্ব করেছেন সাবেক এই ক্রিকেটার। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার শিকার ৮৯৮ উইকেট।
দোশির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তার আত্মার শান্তি কামনা করেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

