ফ্ল্যামেঙ্গাকে হারিয়ে শেষ আটে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১০: ৪৯
আপডেট : ৩০ জুন ২০২৫, ১০: ৫৬

তৃতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গাকে ৪-২ গোলে হারিয়েছে জার্মানির শীর্ষ ক্লাবটি। সেমিফাইনালে উঠার মিশনে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে খেলবে বায়ার্ন। শেষ ষোল’র ম্যাচে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে লুইস এনরিকের দল।

গ্রুপ পর্বে চেলসিকে হারিয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিল ফ্ল্যামেঙ্গো। তাই নকআউট পর্বে তাদের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক ছিল বায়ার্ন। ধারাবাহিকতা ধরে রেখে বাভারিয়ান জায়ান্টদের বিপক্ষেও দারুণ ফুটবল উপহার দিয়েছে ফ্ল্যামেঙ্গা। যদিও এবার আর ফল আসেনি তাদের পক্ষে।

বিজ্ঞাপন

হার্ড রক স্টেডিয়ামে বলের দখল কিংবা আক্রমণে নেতৃত্ব দিয়েছে ফ্ল্যামেঙ্গো। কিন্তু ফরওয়ার্ডদের ফিনিশিংয়ের ব্যর্থতার কারণে টুর্নামেন্টে দ্বিতীয় অঘটনের জন্ম দিতে পারেনি ল্যাটিন আমেরিকার ক্লাবটি। তাদের জালে দুইবার বল পাঠান বায়ার্নের স্ট্রাইকার হ্যারি কেইন। ম্যাচের ষষ্ঠ মিনিটে নিজেদের ভুলে প্রথমবারের মতো পিছিয়ে পড়ে ফ্ল্যামেঙ্গা। কর্নার থেকে আসা বল নিজেদের জালে জড়ান এরিক পুলগার।

তিন মিনিট দ্বিতীয় গোল হজম করে ফ্ল্যামেঙ্গা। এ যাত্রায় বায়ার্নের হয়ে স্কোরলাইন ২-০ করেন কেইন। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোল করেন সাবেক টটেনহাম হটস্পার তারকা। মাঝে ৪১ মিনিটে স্কোরশিটে নাম লিখান বায়ার্নের জার্মান মিডফিল্ডার লেরয় গোরেটস্কা। ফ্ল্যামেঙ্গার হয়ে একবার করে ব্যবধান কমান গারসন ও জর্জিনহো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত