স্পোর্টস ডেস্ক
বুয়েন্স আয়ারসের এল মনুমেন্টাল। যেখানে এর আগেও অনেকবার খেলতে নেমেছেন লিওনেল মেসি। আগামী ৫ সেপ্টেম্বর আরো একবার ভেন্যুটিতে পা পড়বে আটবারের ব্যালন ডি'অর জয়ীর। যদিও সেটা আর দশটা ম্যাচের মতো না। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে আসন্ন ম্যাচটি বিশেষ কিছু হয়ে থাকছে ইন্টার মিয়ামি তারকার জন্য।
নিজের অবসর নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি মেসি। তবে ২০২৬ বিশ্বকাপ শেষে যে বুটজোড়া তুলে রাখবেন সেটা বলার অপেক্ষা রাখে না। সে হিসেবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে শেষবারের মতো বিশ্বকাপ বাছাইয়ে নামবেন মেসি। এই ফরোয়ার্ড নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিশেষ এই ম্যাচটি পরিবারের সদস্যদের সঙ্গে স্মরণীয় করে রাখতে চান মেসি।
তিনি বলেন, 'ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি আমার জন্য খুব বিশেষ কিছু। কারণ বিশ্বকাপ বাছাইয়ের দেশের মাটিতে এটাই আমার শেষ ম্যাচ। এরপর আর দেশের মাটিতে কোনো ম্যাচ খেলবে কিনা জানি না। তাই ম্যাচটিতে আমার মা-বাবা, ভাই, স্ত্রী, সন্তানরা উপস্থিত থাকবেন।'
ভেনেজুয়েলার পর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে আর্জেন্টিনা। এর মাধ্যমে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের খেলা শেষ হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ম্যাচ দুটির জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন লা আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী স্ট্রাইকার ম্যানুয়েল লোপেজ। বাদ পড়েছেন ফাকুন্দো মেদিনা ও অ্যাঞ্জেল কোররেয়া।
বুয়েন্স আয়ারসের এল মনুমেন্টাল। যেখানে এর আগেও অনেকবার খেলতে নেমেছেন লিওনেল মেসি। আগামী ৫ সেপ্টেম্বর আরো একবার ভেন্যুটিতে পা পড়বে আটবারের ব্যালন ডি'অর জয়ীর। যদিও সেটা আর দশটা ম্যাচের মতো না। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে আসন্ন ম্যাচটি বিশেষ কিছু হয়ে থাকছে ইন্টার মিয়ামি তারকার জন্য।
নিজের অবসর নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি মেসি। তবে ২০২৬ বিশ্বকাপ শেষে যে বুটজোড়া তুলে রাখবেন সেটা বলার অপেক্ষা রাখে না। সে হিসেবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে শেষবারের মতো বিশ্বকাপ বাছাইয়ে নামবেন মেসি। এই ফরোয়ার্ড নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিশেষ এই ম্যাচটি পরিবারের সদস্যদের সঙ্গে স্মরণীয় করে রাখতে চান মেসি।
তিনি বলেন, 'ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি আমার জন্য খুব বিশেষ কিছু। কারণ বিশ্বকাপ বাছাইয়ের দেশের মাটিতে এটাই আমার শেষ ম্যাচ। এরপর আর দেশের মাটিতে কোনো ম্যাচ খেলবে কিনা জানি না। তাই ম্যাচটিতে আমার মা-বাবা, ভাই, স্ত্রী, সন্তানরা উপস্থিত থাকবেন।'
ভেনেজুয়েলার পর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে আর্জেন্টিনা। এর মাধ্যমে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের খেলা শেষ হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ম্যাচ দুটির জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন লা আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী স্ট্রাইকার ম্যানুয়েল লোপেজ। বাদ পড়েছেন ফাকুন্দো মেদিনা ও অ্যাঞ্জেল কোররেয়া।
আগামী ২৪ ও ২৭ অক্টোবর ব্যাংককে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এরই মধ্যে ব্যাংককে পৌঁছে আসন্ন ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছেন আফঈদা খন্দকার, ঋতুপর্ণারা।
২০ মিনিট আগেদ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দেন স্পিনার আকিল হোসেইন। প্রায় একই সময়ে ওয়ানডে দলে যোগ দিতে বাংলাদেশে আসার কথা ছিল র্যামন্ড সিমন্সের।
১ ঘণ্টা আগেআগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
৪ ঘণ্টা আগে৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
৪ ঘণ্টা আগে