লারাদের হারিয়ে চ্যাম্পিয়ন শচিনের ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ২১: ১৫

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ, সহজভাবে বলতে গেলে সাবেক বা অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট। সাধারণত সাবেক ক্রিকেটারদের দিকে তেমন একটা নজর থাকে না ভক্তদের। তবে নামগুলো যখন শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, যুবরাজ সিং, দিনেশ রামদিন, ইউসুফ পাঠান, ইরফান পাঠানÑ তখন বাড়তি উন্মাদনা থাকাটাই তো স্বাভাবিক।

তারই প্রমাণ রায়পুরে অনুষ্ঠিত ভারত মাস্টার্স ও ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সের মধ্যকার এ টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে ৪৭ হাজারের বেশি দর্শক উপস্থিতি। স্বাগতিকদের ম্যাচ উপলক্ষে এত দর্শক উপস্থিতি অবশ্য বৃথা যায়নি। ফাইনালে লারার দলকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে শচিনের ভারত মাস্টার্স।

বিজ্ঞাপন

আগে ব্যাট করে ১৪৮ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স। জবাবে ১৭ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত মাস্টার্স। মূলত শচিন ও আম্বাতি রাইডুর ৬৭ রানের উদ্বোধনী জুটিতে জয়ের ভিত পায় তারা। ১৮ বলে ২৫ রান করে অধিনায়ক ফিরে গেলে এই জুটি ভাঙে। সর্বোচ্চ ৭৪ রান করেন রাইডু। ৫০ বল খেলেন তিনি। স্টুয়ার্ট বিনি ১৬ ও যুবরাজ ১৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সের হয়ে ২২ রানে ২ উইকেট নেন অ্যাশলে নার্স।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সের হয়ে ৫৭ রান করেন লেন্ডল সিমন্স। ৪১ বল খেলেন এই ব্যাটার। ৩৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ডোয়াইন স্মিথ। ভারতের হয়ে বিনয় কুমার ৩ উইকেট নেন। ২৬ রান খরচ করেন এই পেসার।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত