স্পোর্টস রিপোর্টার
আন্তর্জাতিক টেবিল টেনিসে বাংলাদেশের একমাত্র স্বর্ণ আসে ২০২২ সালের মালদ্বীপে দক্ষিণ এশিয় যুব টেবিল টেনিসে। এরপর সম্ভাবনা তৈরি করেও শেষমুহুর্তে আর সোনার দেখা মেলেনি। এবার নেপালে অনুষ্ঠিতব্য একই টুর্ণামেন্টে আবার সোনার প্রত্যাশা করছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)।
রোববার (২০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে অনুষ্ঠিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ আশাবাদ ব্যস্ত করেন ফেডারেশনে জেনারেল সেক্রেটারি ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ (সনেট)। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্র্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এম এস জামান, ভাইস প্রেসিডেন্ট তাহমিনা তারমিন বিনু, বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ) উজ্জ্বল চক্রবর্তী। অ্যাড হক কমিটির সদস্যদের মধ্যে আহমেদ উল্লাহ, কাজী মুহাম্মদ আসিফ, সুজন মাহমুদ এবং মোঃ মাইনুল ইসলাম চিশতী উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানানো হয়, ১৮ সদস্যের প্রতিনিধি দল নেপালে যাচ্ছে। অনূর্ধ্ব ১৯ বালক ও বালিকা ৩ জন করে; অনূর্ধ্ব ১৫ বালক ও বালিকা ৩ জন করে। এছাড়া ১ জন করে অতিরিক্ত খেলোয়াড় নেয়া হচ্ছে বিকল্প হিসেবে যাদের খরচ ফেডারেশন থেকে বহন করা হচ্ছে। জাতীয় যুব দলের ১৬ জন খেলোয়াড়দের মধ্যে ১১ জনই ঢাকা বিকেএসপির খেলোয়াড় এবং ৩ জন খুলনা বিকেএসপির খেলোয়াড়, ১ জন বাংলাদেশ সেনাবাহিনী এবং ১ জন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়।
অনূর্ধ্ব ১৯ বালক জাতীয় দলের সদস্য হলেন: হাসিব (অধিনায়ক), নাফিজ (সহ-অধিনায়ক), জয় এবং সাগর। অনূর্ধ্ব ১৯ বালিকা জাতীয় দলের সদস্য হলেন খই খই (অধিনায়ক), রেশমি (সহ-অধিনায়ক), ঐশি ( সেনা বাহিনী) এবং হাবিবা। অনূর্ধ্ব ১৫ বালক জাতীয় দলের সদস্য হলেন: মনিরুল (অধিনায়ক), রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রাব্বি (সহ-অধিনায়ক), সোহান এবং শাহীন। অনূর্ধ্ব ১৫ বালিকা জাতীয় দলের সদস্য হলেন রানী (অধিনায়ক), রাফিয়া (সহ-অধিনায়ক), রোজা এবং কেয়া।
খুব স্বল্প সময়ে প্রস্তুতি হলেও বিকেএসপির সহযোগিতায় খুবই ইনসেনটিভ প্রশিক্ষণ হওয়ায় দল নিয়ে খুবই আশাবাদি সাবেক জাতীয় চ্যার্ম্পিন এবং দেশের একমাত্র লেবেল ৩ কোচ খন্দকার মোস্তফা বিল্লাহ। তিনি হেড কোচ হিসেবে দলের সাথে যাচ্ছেন। টিম লিডার হিসেবে দলের সাথে যাচ্ছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের যুগ্ম-সম্পাদক নাসিমুল হাসান কচি।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, নতুন অ্যাড হক কমিটি দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গেই তারুণ্যের উৎসবের অংশ হিসেবে প্রথম একমি কাপ উম্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয় গত ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৫। দীর্ঘদিন পর ফেডারেশনে প্রায় সাড়ে তিনশত টেবিল টেনিস খেলোয়াড় কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
এছাড়া ২১ জন লেভেল ১ কোচকে আইটিটিএফ এর অফিসিয়াল জর্ডানের মোহাম্মদ আতুম এর তত্ত্বাবধানে ১৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল ২০২৫ বিকেএসপিকে আবাসিক প্রশিক্ষণ দেয়া হয়। খুব শিগগিরই দেশের আরো ৩০ জন লেভেল ১ কোচ তৈরি করা হবে।
আন্তর্জাতিক টেবিল টেনিসে বাংলাদেশের একমাত্র স্বর্ণ আসে ২০২২ সালের মালদ্বীপে দক্ষিণ এশিয় যুব টেবিল টেনিসে। এরপর সম্ভাবনা তৈরি করেও শেষমুহুর্তে আর সোনার দেখা মেলেনি। এবার নেপালে অনুষ্ঠিতব্য একই টুর্ণামেন্টে আবার সোনার প্রত্যাশা করছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)।
রোববার (২০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে অনুষ্ঠিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ আশাবাদ ব্যস্ত করেন ফেডারেশনে জেনারেল সেক্রেটারি ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ (সনেট)। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্র্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এম এস জামান, ভাইস প্রেসিডেন্ট তাহমিনা তারমিন বিনু, বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ) উজ্জ্বল চক্রবর্তী। অ্যাড হক কমিটির সদস্যদের মধ্যে আহমেদ উল্লাহ, কাজী মুহাম্মদ আসিফ, সুজন মাহমুদ এবং মোঃ মাইনুল ইসলাম চিশতী উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানানো হয়, ১৮ সদস্যের প্রতিনিধি দল নেপালে যাচ্ছে। অনূর্ধ্ব ১৯ বালক ও বালিকা ৩ জন করে; অনূর্ধ্ব ১৫ বালক ও বালিকা ৩ জন করে। এছাড়া ১ জন করে অতিরিক্ত খেলোয়াড় নেয়া হচ্ছে বিকল্প হিসেবে যাদের খরচ ফেডারেশন থেকে বহন করা হচ্ছে। জাতীয় যুব দলের ১৬ জন খেলোয়াড়দের মধ্যে ১১ জনই ঢাকা বিকেএসপির খেলোয়াড় এবং ৩ জন খুলনা বিকেএসপির খেলোয়াড়, ১ জন বাংলাদেশ সেনাবাহিনী এবং ১ জন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়।
অনূর্ধ্ব ১৯ বালক জাতীয় দলের সদস্য হলেন: হাসিব (অধিনায়ক), নাফিজ (সহ-অধিনায়ক), জয় এবং সাগর। অনূর্ধ্ব ১৯ বালিকা জাতীয় দলের সদস্য হলেন খই খই (অধিনায়ক), রেশমি (সহ-অধিনায়ক), ঐশি ( সেনা বাহিনী) এবং হাবিবা। অনূর্ধ্ব ১৫ বালক জাতীয় দলের সদস্য হলেন: মনিরুল (অধিনায়ক), রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রাব্বি (সহ-অধিনায়ক), সোহান এবং শাহীন। অনূর্ধ্ব ১৫ বালিকা জাতীয় দলের সদস্য হলেন রানী (অধিনায়ক), রাফিয়া (সহ-অধিনায়ক), রোজা এবং কেয়া।
খুব স্বল্প সময়ে প্রস্তুতি হলেও বিকেএসপির সহযোগিতায় খুবই ইনসেনটিভ প্রশিক্ষণ হওয়ায় দল নিয়ে খুবই আশাবাদি সাবেক জাতীয় চ্যার্ম্পিন এবং দেশের একমাত্র লেবেল ৩ কোচ খন্দকার মোস্তফা বিল্লাহ। তিনি হেড কোচ হিসেবে দলের সাথে যাচ্ছেন। টিম লিডার হিসেবে দলের সাথে যাচ্ছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের যুগ্ম-সম্পাদক নাসিমুল হাসান কচি।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, নতুন অ্যাড হক কমিটি দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গেই তারুণ্যের উৎসবের অংশ হিসেবে প্রথম একমি কাপ উম্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয় গত ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৫। দীর্ঘদিন পর ফেডারেশনে প্রায় সাড়ে তিনশত টেবিল টেনিস খেলোয়াড় কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
এছাড়া ২১ জন লেভেল ১ কোচকে আইটিটিএফ এর অফিসিয়াল জর্ডানের মোহাম্মদ আতুম এর তত্ত্বাবধানে ১৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল ২০২৫ বিকেএসপিকে আবাসিক প্রশিক্ষণ দেয়া হয়। খুব শিগগিরই দেশের আরো ৩০ জন লেভেল ১ কোচ তৈরি করা হবে।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৯ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
১০ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে