নেশন্স লিগ
স্পোর্টস ডেস্ক
উয়েফা নেশন্স লিগের নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় আলিয়াঞ্জ অ্যারেনা। জার্মান তথা ইউরোপের ঐতিহ্যবাহী এই ভেন্যুতেই টুর্নামেন্টটির ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। ম্যাচটি শুরু হবে রোববার (৮ মে) বাংলাদেশ সময় রাত ১টায়।
ফাইনালে জায়গা করে পথে বড় বাধাই অতিক্রম করতে হয়েছে স্পেন ও পর্তুগালকে। প্রথম সেমিফাইনালে আয়োজক শক্তিশালী জার্মানির বিপক্ষে আক্রমণে প্রাধান্য বিস্তার করেও প্রথমে পিছিয়ে পড়েছিল পর্তুগিজরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পাঁচ মিনিটের জাদুতে ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয় তারা। ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোলে সমতায় ফেরার পর ব্যবধান বাড়ান আল নাসের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে প্রথম দল হিসেবে শিরোপা নির্ধারণী ম্যাচে উঠে পর্তুগাল।
শেষ চারের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সকে ৫-৪ গোলে হারায় স্পেন। পরিসংখ্যানে খুব বেশি ব্যবধান না থাকলেও ম্যাচের দৃশ্য ছিল ভিন্ন। ৫৮ মিনিট পর্যন্ত ৪-০ গোলে পিছিয়ে ছিল ফরাসিরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চার গোল করলেও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলেদের। কেবল হতাশাই দীর্ঘ হয়েছে দলটির। অন্যদিকে ফাইনালের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে স্পেন।
ফাইনালে পর্তুগালের চেয়ে শক্তির বিচারে এগিয়ে থাকবে স্পেন। গত বছর ইউরো জিতে বাড়তি আত্মবিশ্বাসী তারা। দলটিতে আছে লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো, পেদ্রি, মিকেল ওইয়ারজাবালদের মতো নামিদামি সব তারকারার। বিপরীতে পর্তুগিজ শিবিরে রোনালদোর পাশাপাশি আছেন ব্রুনো ফার্নান্দেজ, ত্রিনকাও, রুবেন নেভেস, বার্নার্দো সিলভাদের মতো পরীক্ষিত মুখরা। এরপরও স্পেনের বর্তমান দলটির নিয়ে বাড়তি চিন্তা থাকবে তাদের।
পরিসংখ্যানেও বেশ পিছিয়ে পর্তুগাল। এখন পর্যন্ত ৩৯ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ১৮টিতেই জিতেছে স্পেন। বিপরীতে পর্তুগালের জয় ৬টি। বাকি ১৬ ম্যাচ ড্র হয়েছে। তবে ফাইনালে নিজেদের মতো করে রোনালদো, ফার্নান্দেজরা জ্বলে উঠলে এসব পরিসংখ্যান কোনো কাজেই আসবে না স্পেনের জন্য।
উয়েফা নেশন্স লিগের নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় আলিয়াঞ্জ অ্যারেনা। জার্মান তথা ইউরোপের ঐতিহ্যবাহী এই ভেন্যুতেই টুর্নামেন্টটির ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। ম্যাচটি শুরু হবে রোববার (৮ মে) বাংলাদেশ সময় রাত ১টায়।
ফাইনালে জায়গা করে পথে বড় বাধাই অতিক্রম করতে হয়েছে স্পেন ও পর্তুগালকে। প্রথম সেমিফাইনালে আয়োজক শক্তিশালী জার্মানির বিপক্ষে আক্রমণে প্রাধান্য বিস্তার করেও প্রথমে পিছিয়ে পড়েছিল পর্তুগিজরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পাঁচ মিনিটের জাদুতে ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয় তারা। ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোলে সমতায় ফেরার পর ব্যবধান বাড়ান আল নাসের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে প্রথম দল হিসেবে শিরোপা নির্ধারণী ম্যাচে উঠে পর্তুগাল।
শেষ চারের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সকে ৫-৪ গোলে হারায় স্পেন। পরিসংখ্যানে খুব বেশি ব্যবধান না থাকলেও ম্যাচের দৃশ্য ছিল ভিন্ন। ৫৮ মিনিট পর্যন্ত ৪-০ গোলে পিছিয়ে ছিল ফরাসিরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চার গোল করলেও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলেদের। কেবল হতাশাই দীর্ঘ হয়েছে দলটির। অন্যদিকে ফাইনালের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে স্পেন।
ফাইনালে পর্তুগালের চেয়ে শক্তির বিচারে এগিয়ে থাকবে স্পেন। গত বছর ইউরো জিতে বাড়তি আত্মবিশ্বাসী তারা। দলটিতে আছে লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো, পেদ্রি, মিকেল ওইয়ারজাবালদের মতো নামিদামি সব তারকারার। বিপরীতে পর্তুগিজ শিবিরে রোনালদোর পাশাপাশি আছেন ব্রুনো ফার্নান্দেজ, ত্রিনকাও, রুবেন নেভেস, বার্নার্দো সিলভাদের মতো পরীক্ষিত মুখরা। এরপরও স্পেনের বর্তমান দলটির নিয়ে বাড়তি চিন্তা থাকবে তাদের।
পরিসংখ্যানেও বেশ পিছিয়ে পর্তুগাল। এখন পর্যন্ত ৩৯ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ১৮টিতেই জিতেছে স্পেন। বিপরীতে পর্তুগালের জয় ৬টি। বাকি ১৬ ম্যাচ ড্র হয়েছে। তবে ফাইনালে নিজেদের মতো করে রোনালদো, ফার্নান্দেজরা জ্বলে উঠলে এসব পরিসংখ্যান কোনো কাজেই আসবে না স্পেনের জন্য।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে