বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারত যাবে কি না-এই প্রশ্নের সূত্রপাত মূলত মোস্তাফিজুর রহমানের কল্যাণে। নিরাপত্তা ইস্যুতে কলকাতা নাইট রাইডার্সকে দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। যদিও এর আগে তাদের অনুরোধেই মোস্তাফিজুর রহমানকে আইপিএলের পুরো আসরের জন্য তাকে অনাপত্তিপত্র দেয় বিসিবি। বিসিসিআইয়ের সিদ্ধান্তের পর এই মৌসুমে তাকে আর অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানায়, কোনো কারণে কলকাতা নাইট রাইডার্স যদি সিদ্ধান্ত বদল করে মোস্তাফিজকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে মোস্তাফিজকে অনাপত্তিপত্র দেওয়া হবে না। নিরাপত্তা ইস্যুর কারণে অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এমনকি বিষয়টি মোস্তাফিজকে জানিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র।
উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তাকে দলে ভেড়ানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সময়টুকু ছাড়া পুরো আসরের জন্য অনাপত্তিপত্র দেওয়া হবে বলে জানায় বিসিবি। তবে বিসিসিআই মোস্তাফিজকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়ায় সেই অনাপত্তিপত্র প্রত্যাহার করে নিয়েছে বিসিবি। এমনকি এই আসরে আর কোনো অনাপত্তিপত্র দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

