লাহোরকে ফাইনালে তুলে রিশাদ পেলেন সোনার আইফোন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৯: ১৬
রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স খেলোয়াড়দের সবচেয়ে বড় চমকটা দেয় ম্যাচ শেষে। ম্যাচের সেরা খেলোয়াড়দের বিশেষ পুরস্কার দেন দলটির মালিক সামিন রানা। তারই ধারাবাহিকতায় এবার রিশাদ হোসেন পেলেন একটি সোনার আইফোন।

বিজ্ঞাপন

দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। যে কারণে রিশাদের হাতে গেছে বিশেষ পুরস্কারটি। এই পুরস্কারের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাহোর কালান্দার্সের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। তার লেগ স্পিনের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়েছেন শাদাব খান, সালমান আগা ও জিমি নিশাম। প্রতিপক্ষের তিন গুরুত্বপূর্ণ ব্যাটারকে আউট করায় রিশাদকে এই বিশেষ পুরস্কার দ্বারা পুরস্কৃত করা হয়।

লাহোরের হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেননি রিশাদ। যোগ দিয়েছেন প্লে-অফ অংশে। পুরস্কার তুলে দেওয়ার আগে রিশাদকে প্রশংসায় ভাসিয়ে সামিন রানা বলেছেন, ‘সত্যিই রিশাদ তুমি আমাদের গর্বিত করেছ। তুমি ওদের মূল ব্যাটসম্যানদের আউট করেছ, যারা স্পিনের বিপক্ষে ভালো বলেই ধরা হয়। তোমার জন্য থাকছে আইফোন। আমি তোমাকে ভালোবাসি।’

পিএসএলে রিশাদ এখন পর্যন্ত খেলেছেন ৬ ম্যাচ। উইকেট নিয়েছেন ১২টি। ওভারপ্রতি রান খরচ করেছেন ৯.১০।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত