ভারতীয় গণমাধ্যমের দাবি

২০ বছরের সংসার ভাঙছে শেবাগের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২১: ৩০

২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বীরেন্দর শেবাগ ও আরতি আহলাওয়াত। দীর্ঘ দুই দশক অতিবাহিত হওয়ার পর এই দম্পত্তির সংসার ভাঙার খবর চাউর হয়েছে।

ভারতের প্রথম সারির প্রচারমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, শেবাগ ও আরতির সম্পর্ক ভালো যাচ্ছে না। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে সবশেষ দীপাবলিতে দুই পুত্র সন্তান ও মায়ের সঙ্গে ছবি পোস্ট করেন শেবাগ। যদিও স্ত্রী আরতির সঙ্গে কোনো ছবি পোস্ট করেননি ভারতের সাবেক এই ওপেনার। এমনকি আরতির জন্মদিনেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরব ছিলেন তিনি।

শেবাগ ও আরতির পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কয়েক মাস ধরেই আলাদাভাবে বসবাস করছেন এই দম্পত্তি। এই খবরটি শেবাগ ও আরতির বিচ্ছেদের গুঞ্জনে ঘি ঢেলেছে। যদিও নিজেদের বিচ্ছেদ ইস্যুতে কোনো বিবৃতি দেননি শেবাগ-আরতি দম্পত্তি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত