আর্জেন্টিনা দলে ডাক পাওয়া কে এই লোপেজ?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৯: ১৪
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৯: ৪২
জোসে ম্যানুয়েল লোপেজ

আগামী মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটিকে সামনে রেখে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটিতে একটি চমক রেখেছেন লিওনেল স্ক্যালোনি। প্রথমবারের মতো দলে ডেকেছেন জোসে ম্যানুয়েল লোপেজে।

বিজ্ঞাপন

মূলত দারুণ একটি ক্লাব মৌসুম পার করায় স্ক্যালোনির নজরে এসেছেন লোপেজ। ব্রাজিলিয়ান সিরি'এতে ফ্ল্যামেঙ্গোর সঙ্গে শিরোপার লড়াই করছে পালমেইরাস। এছাড়া ক্লাব বিশ্বকাপেও দেখিয়েছে চমক। গত জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে নতুন আঙ্গিকে অনুষ্ঠিত ক্লাব সেরাদের আসরে শেষ আটে খেলেছে তারা। এই মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাবটির দারুণ পথচলার পেছনে যে কয়েকজন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লোপেজ তাদের একজন।

এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে মাঠে নেমেছেন ৪২ ম্যাচে। জালের দেখা পেয়েছেন ১৫ বার। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ৪ গোল। গোল কিংবা অ্যাসিস্টের সংখ্যাটা খুব বড় না হলেও প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তারকারী পারফরম্যান্সে আলাদাভাবে নজর কেড়েছেন লোপেজ। সব মিলিয়ে ক্লাব ফুটবলে আলো ছড়িয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার।

চোট কাটিয়ে উঠায় প্রায় এক বছর পর দলে ফেরানো হয়েছে ভ্যালেন্টিন কার্বোনিকে। এই অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি ফিরেছেন ক্লদিও এচেভেরি, গঞ্জালো মন্ট্রিয়েল, মার্কোস আকুনা, জুলিও সোলের ও আলান ভারেলা। দলে ডাক পাননি পাওলো দিবালা। চোট থেকে সেরে উঠেননি এই ফরোয়ার্ড। দলে রাখা হয়নি এনজো ফার্নান্দেজকে। গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখায় দুই ম্যাচ নিষিদ্ধ হন এই মিডফিল্ডার।

ল্যাটিন আমেরিকান অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট। আগামী ৪ সেপ্টেম্বর জেনেজুয়েলাকে আতিথেয়তা দেবে লা আলবিসেলেস্তেরা। ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত