রিশাদকে টেস্টেও চান মুশতাক

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২১: ০০

টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ একাদশের নিয়মিত মুখ রিশাদ হোসেন। একসময় লেগ স্পিনার নিয়ে হাহাকার করা বাংলাদেশ দলে নিয়মিত হয়ে রিশাদ প্রতিনিয়ত দেখাচ্ছেন চমক। এখন পর্যন্ত ৫০ টি-টোয়েন্টিতে তার শিকার ৬১ উইকেট এবং ১২ ওয়ানডেতে নিয়েছেন ১৬ উইকেট। পরিসংখ্যানে দারুণ এগিয়ে থাকা রিশাদ সাম্প্রতিক সময়ে ছিলেন দারুণ ছন্দে। সেসব বিবেচনায় রিশাদকে টেস্ট দলে দেখতে চান স্পিন কোচ মুশতাক আহমেদ।

গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টেস্ট দলে রিশাদকে দেখতে চান কি না এমন প্রশ্নের জবাবে মুশতাক বলেন, ‘১০০ ভাগ (নিশ্চিত) সে টেস্ট খেলতে পারে। কারণ, সব দলেই শেষ চার ব্যাটসম্যান এখন ব্যাট করতে পারে। কিন্তু অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডেও, শেষের ব্যাটসম্যানরা লেগ স্পিনারদের বিপক্ষে সহজে ব্যাট করতে পারে না। তার ওপর রিশাদের যে উচ্চতা ও বাউন্স, তাতে সে আরও কার্যকরী হবে।’

বিজ্ঞাপন

টেস্ট ক্রিকেটে রিশাদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে খুব বেশি সাফল্য নেই তার। প্রথম শ্রেণির ম্যাচ দিয়ে পেশাদার ক্রিকেট শুরু করা রিশাদ ২১ ম্যাচে শিকার করেছেন ৩১ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে শিকার করেছেন দুই ফাইফার। এমন দারুণ পরিসংখ্যান আর সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই রিশাদকে এখন টেস্ট দলে দেখতে চান।

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত