ফকিরেরপুলের দলবদলে নিষেধাজ্ঞা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২৩: ৩০

চলমান ফুটবলের দলবদলে ফকিরেরপুল ইয়াংমেন্সকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো খেলোয়াড়কে নিবন্ধন করাতে পারবে না ক্লাবটি। ফকিরেরপুল ইয়াংমেন্সের সাধারণ সম্পাদক আহমেদ আলী জানান, ‘একজন খেলোয়াড়ের পারিশ্রমিক ইস্যুতে এটি হয়েছে। আমরা দ্রুত সেটি সমাধান করে আসন্ন মৌসুমের কার্যক্রম এগিয়ে নিতে চাই।’

বিজ্ঞাপন

গত ১ জুন থেকে ফুটবলের দলবদল শুরু হয়েছে। ১৫ আগস্টের মধ্যে ফকিরেরপুলের ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। না হলে আর খেলোয়াড় নিবন্ধন করতে পারবে দলটি। গত মৌসুমে ফকিরেরপুলের ম্যানেজার ছিলেন পিপুল।

তিনি জানান, ‘একজন উজবেক ফুটবলার ফকিরেরপুল ক্লাবে গত মৌসুমে এসেছিল। সেই ফুটবলারের পারিশ্রমিক নিয়ে আবেদন করেছি। সেই আবেদন নিষ্পত্তি না করায় হয়তো ক্লাবের ওপর দলবদল নিষেধাজ্ঞা।’

গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রথমবারের মতো পেশাদার লিগে নাম লেখায় ফকিরেরপুল। কিন্তু খেলোয়াড়ের পারিশ্রমিক জটিলতায় নিষেধাজ্ঞার খড়গ নামল দলটির ওপর।

বিষয়:

ফিফা
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত