আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশের ‘বিশ্বকাপ ফয়সালা’ বুধবার!

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ‘বিশ্বকাপ ফয়সালা’ বুধবার!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কার মেঘ সরছে না সহসাই। গত পরশু রাতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানায়, ২১ তারিখের মধ্যে জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এছাড়া জানানো হয়, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বিকল্প দল হিসেবে সুযোগ পাবে স্কটল্যান্ড। এতে আরো ঘনীভূত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপে খেলতে না যাওয়ার শঙ্কা। এই প্রতিবেদনের পর স্পষ্ট হতে শুরু করেছে, বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে আইসিসি। এর মধ্যেই গতকাল বিকালে বিসিবির মিডিয়া চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, আইসিসি থেকে বিসিবিকে সিদ্ধান্ত জানাতে কোনো ডেডলাইন দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে আছে বিসিবি। চাওয়া ছিল বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। সময় স্বল্পতায় সেই ব্যবস্থা করার সুযোগ নেই আইসিসির সামনে। সময় স্বল্পতায় অপরাগতা প্রকাশের আগে দুই দফায় বিসিবির সঙ্গে হয় আইসিসির বৈঠক। সেখানে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। তবে সেগুলো শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখার সম্ভাবনা নেই। তাতেই শেষ হয়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলার আশা।

শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা শেষ হওয়ার পর ভারতের মাটিতেই বাংলাদেশকে বিশ্বকাপে খেলার অনুরোধ জানায় বিসিবি। নিজেদের সিদ্ধান্তে বিসিবি অনড় থাকায় শেষ পর্যন্ত ভারতের বিমানেও উঠবে না বাংলাদেশ দল। আর সেই সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশের জন্য শেষ সময় আগামীকাল!

যদিও গতকাল মিরপুরে গণমাধ্যমের সামনে বিষয়টি অস্বীকার করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে আমরা বলে দিই যে এই ভেন্যুতে খেলতে অপারগ। পাশাপাশি বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি। তাদের প্রতিনিধির (আইসিসি) সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। তারা তখন আমাদের বলেন যে ঠিক আছে এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তী সময়ে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন।’

তিনি আরো যোগ করেন, ‘এ ব্যাপারে তারা কোনো নির্দিষ্ট তারিখ বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি। শুধু বলেছে আমাদের পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দেবে।’

আমজাদ ব্যাপারটি অস্বীকার করে গেলেও বিসিবির একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে ২১ জানুয়ারির মধ্যেই নির্ধারিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিসিবি পরিচালক জানান, শ্রীলঙ্কায় খেলা সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তটা একরকম চূড়ান্তই হয়ে আছে। শুধু আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানোর অপেক্ষা।

তারা আরো জানান, লজিস্টিক ঝামেলায় শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের ম্যাচ আয়োজনে অপরাগতা প্রকাশ করেছে আইসিসি। সম্ভাব্য উপায় ছিল আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ অদল-বদল। তবে ক্রিকেট আয়ারল্যান্ড এই ব্যাপারে তাদের নেতিবাচক সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে বাংলাদেশের খেলতে না যাওয়াটাই এখন চূড়ান্ত।

এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি থেকে আইসিসির সঙ্গে চিঠি চালাচালি শুরু করেছিল বিসিবি। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অপরাগতা প্রকাশ করে। নিরাপত্তা শঙ্কার ব্যাপারটি শুরু হয়েছিল মূলত মোস্তাফিজুর রহমানকে ঘিরে। বিসিসিআই নিরাপত্তা শঙ্কার কথা মাথায় রেখে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার। তখন থেকেই প্রশ্ন জাগে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে অপরাগতা প্রকাশ করা বিসিসিআই কীভাবে পুরো বাংলাদেশ দলকে নিরাপত্তা দেবে। ক্রিকেটার, কোচিং স্টাফের পাশাপাশি সংবাদকর্মী, সমর্থকদের নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত বিসিবির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন