আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধরা ছোঁয়ার বাইরে তানজিদ

স্পোর্টস রিপোর্টার

ধরা ছোঁয়ার বাইরে তানজিদ

টানা হারে আগেই বিপিএল থেকে বাদ পড়া নিশ্চিত হয় ঢাকা ক্যাপিটালসের। দল বাজে সময় পার করলেও ব্যতিক্রম তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে বাকিদের ধরা ছোঁয়ার বাইরে আছেন ঢাকার এই বাঁহাতি ওপেনার।

নিজেদের সবশেষ ম্যাচে বুধবার চিটাগং কিংসকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা। শাকিব খানের মালিকানাধীন দলটির এই জয়ের নায়ক তামিম। আগে ব্যাট করে ১৪৮ রানের পুঁজি পায় চিটাগং।

বিজ্ঞাপন

জবাবে তামিমের অপরাজিত ৯০ রানের ইনিংসে ভর দিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। চিটাগংয়ের বিপক্ষে ম্যাচ শেষে বিপিএলের রান সংগ্রাহকদের তালিকার সবার ওপরে উঠে এসেছেন তামিম। ১০ ম্যাচে তার সংগ্রহ ৪২০ রান। স্ট্রাইকরেট প্রায় ১৪৪।

তালিকার দুইয়ে আছেন তামিমের সতীর্থ লিটন কুমার দাস। নয় ম্যাচে এই উইকেটরক্ষক ব্যাটার করেছেন ৩৪৮ রান। অর্থ্যাৎ তামিমের চেয়ে ৭২ রান কম। ৩৪৫ রান নিয়ে তিনে অবস্থান করছেন এনামুল হক বিজয়।

ছক্কা হাঁকানোর দিক থেকেও সবার ওপরে তামিম। ২৯ বার বলকে উড়িয়ে সীমানা ছাড়া করেছেন তিনি। ২৩ ছয় মেরে দুইয়ে আছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার খুশদিল শাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...