হাল্কের মৃত্যুতে ট্রাম্পের শোক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১৩: ০৮

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হাল্ক হোগান হিসেবে পরিচিত কিংবদন্তি রেসলার টেরি বোলিয়া। বৃহস্পতিবার (২৪ জুলাই) ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পেশাদার রেসলিং দুনিয়ায় সবচেয়ে বড় তারকা হয়ে উঠা হাল্কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে ট্রাম্প বলেন, ‘হাল্ক হোগানের মতো দারুণ এক বন্ধুকে হারিয়েছি আমরা। সে শক্তি, দৃঢ় ও অত্যন্ত স্মার্ট চরিত্রের একজন মানুষ ছিলেন। মনের দিক থেকেও সে অনেক বড় ছিলেন। তার পরিবারের প্রতি আমার ভালোবাসা রইল। আমরা তোমাকে মিস করব হাল্ক।’

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার শহরের নিজ বাড়িতে হার্ট অ্যাটাক করে মারা যান হাল্ক। স্থানীয় পুলিশ জানায়, হাল্কের হার্ট অ্যাটাকের খবর শুনে তাকে বাড়ি থেকে মর্টন প্লান্ট হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আশির দশকে রেসলার হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পান হাল্ক। তখন থেকেই তাকে এক নামে চেনে সবাই। রেসলিংয়ের পাশাপাশি টিভি ব্যক্তিত্ব হিসেবেও খ্যাতি আছে তার। বেশকিছু সিনেমাতেও অভিনয় করেছেন। হাল্কের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত