ব্যাটারের পকেট থেকে ক্রিজে পড়ল মোবাইল, ভাইরাল সেই অবাক করা ঘটনা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ২৩: ৩০

টেলএন্ডার ব্যাটার টম বেইলি বল লেগ সাইডে পাঠিয়ে ২ রানের জন্য দৌড় দেন। এ সময় ধারাভাষ্যকারদের চোখে পড়ে যায়, প্রথম রান নেওয়ার সময় বেইলির পকেট থেকে কিছু একটা পড়েছে ক্রিজে। ওল্ড ট্রাফোর্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের দ্বিতীয় দিনের খেলায় ঘটে এমন আশ্চর্যজনক ঘটনা।

রিপ্লেতে দেখা যায়, ল্যাঙ্কাশায়ারের ব্যাটার বেইলির পকেট থেকে যে আয়তাকার যে জিনিসটা পড়েছে। সেটা আসলে একটা মোবাইল। অভূতপূর্ব ঘটনা দেখে বিস্ময় প্রকাশ করে এক ধারাভাষ্যকার তো বলেই ফেলেন, ‘না, এমন কিছু আমি এর আগে দেখিনি।’

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেইলির পকেট থেকে মোবাইল পড়ার দৃশ্য এখন ক্রিকেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। অবাক করা ঘটনাটি হাস্যরসের খোরাক জুগিয়েছে বেশ। মোবাইল পকেটে নিয়ে ক্রিকেট খেলার নিয়মটা কি, অনেকে জানতে চাচ্ছেন এখন। ব্যাটিংয়ের সময় পকেটে মোবাইল রাখার অপরাধে বেইলির কী শাস্তি হতে পারে, এটাও জানতে আগ্রহী অনেকে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের নিয়ম বলে, ‘খেলার মাঠে খেলোয়াড়দের জন্য নির্ধারিত বৈধ প্রযুক্তি ছাড়া অন্য কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ও সরঞ্জাম ব্যবহার করা যাবে না, যা মাঠের খেলোয়াড়দের সঙ্গে মাঠের বাইরে থাকা কোনো ব্যক্তির সঙ্গে খেলার নির্ধারিত বা পুনর্নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ স্থাপন করতে সক্ষম।’


এর আগেও মোবাইল নিয়ে মাঠে প্রবেশের ঘটনা ঘটেছিল। নামজাদা আম্পায়ার ডিকি বার্ড বলেছিলেন, একবার অ্যালান ল্যাম্ব ভুল বশত মোবাইল নিয়ে মাঠে গিয়েছিলেন। পরে ব্যাপারটি টের পেয়ে মোবাইল বার্ডের হাতে সোপর্দ করে বলেছিলেন, কেউ কল দিলে যেন রিসিভ করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত