
স্পোর্টস ডেস্ক

লামিনে ইয়ামালকে ধরা হয় এ সময়ের সেরা তারকাদের একজন। তার মাঝেই বার্সেলোনা ও স্পেনের ভবিষ্যৎ দেখছেন ফুটবলের রথী-মহারথীরা। তবে ইয়ামালের ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে চোট। নিত্য চোট জর্জরিত হওয়ার এই ঘটনা ভক্ত-সমর্থকদের মনে একই সঙ্গে প্রশ্ন ও আশঙ্কার জন্ম দিয়েছে। ঘুরেফিরে আসছে একই কথা, অতিরিক্ত খেলার চাপই কি ইয়ামালের চোটের আসল কারণ? অনেক বেশি ম্যাচের চাপে ফুরিয়ে যাবেন না তো ইয়ামাল?
গত মাসে স্পেন জাতীয় দলের হয়ে অনুশীলনে চোট পান ইয়ামাল। এরপর থেকেই এই উইঙ্গারের চোট নিয়ে ক্লাব বার্সেলোনা ও জাতীয় দলের কোচের মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ি। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘এটা লজ্জাজনক। সে ব্যথা নিয়েই জাতীয় দলে গেছে, খেলেছেও... এটা খেলোয়াড়দের যত্ন নেওয়া নয়।’ স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেও দলের চিকিৎসাব্যবস্থার দিকে প্রশ্ন তুলে পাল্টা জবাব দেন। সবশেষ কথা হলো, ইয়ামাল মাঠের বাইরে থাকবেন প্রায় তিন সপ্তাহের মতো।
কেন এই ইনজুরি? এই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করেছে বিশ্ব ফুটবলার ইউনিয়ন (ফিফপ্রো)। সাম্প্রতিক এক প্রতিবেদনে ফুটবলারদের অতিরিক্ত চাপের ভয়াবহ চিত্র উঠে এসেছে। এই প্রতিবেদনে দেখা যায়, মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামাল খেলেছেন ১৩০টি পেশাদার ম্যাচ, মাঠে ছিলেন ৯,৭৭২ মিনিট, যা একই বয়সে বার্সেলোনা কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ এবং সেস ফ্যাব্রেগাসের ম্যাচসংখ্যা কিংবা মাঠে থাকার সময়ের চেয়েও প্রায় দ্বিগুণ!
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বর্তমান প্রজন্মের তরুণ ফুটবলাররা আগের প্রজন্মের তুলনায় প্রায় দ্বিগুণ সময় মাঠে কাটাচ্ছে। যা বিশাল ঝুঁকিপূর্ণ। মেডিকেল সায়েন্সের মতে, মৌসুম শেষে বাধ্যতামূলক চার সপ্তাহের বিশ্রাম দিতে হবে ফুটবলারদের। তবে সেসবের কিছুই না হওয়ায় ইয়ামালদের মতো তরুণদের ইনজুরিতে পড়ার ঝুঁকি বেড়েই চলছে।

লামিনে ইয়ামালকে ধরা হয় এ সময়ের সেরা তারকাদের একজন। তার মাঝেই বার্সেলোনা ও স্পেনের ভবিষ্যৎ দেখছেন ফুটবলের রথী-মহারথীরা। তবে ইয়ামালের ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে চোট। নিত্য চোট জর্জরিত হওয়ার এই ঘটনা ভক্ত-সমর্থকদের মনে একই সঙ্গে প্রশ্ন ও আশঙ্কার জন্ম দিয়েছে। ঘুরেফিরে আসছে একই কথা, অতিরিক্ত খেলার চাপই কি ইয়ামালের চোটের আসল কারণ? অনেক বেশি ম্যাচের চাপে ফুরিয়ে যাবেন না তো ইয়ামাল?
গত মাসে স্পেন জাতীয় দলের হয়ে অনুশীলনে চোট পান ইয়ামাল। এরপর থেকেই এই উইঙ্গারের চোট নিয়ে ক্লাব বার্সেলোনা ও জাতীয় দলের কোচের মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ি। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘এটা লজ্জাজনক। সে ব্যথা নিয়েই জাতীয় দলে গেছে, খেলেছেও... এটা খেলোয়াড়দের যত্ন নেওয়া নয়।’ স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেও দলের চিকিৎসাব্যবস্থার দিকে প্রশ্ন তুলে পাল্টা জবাব দেন। সবশেষ কথা হলো, ইয়ামাল মাঠের বাইরে থাকবেন প্রায় তিন সপ্তাহের মতো।
কেন এই ইনজুরি? এই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করেছে বিশ্ব ফুটবলার ইউনিয়ন (ফিফপ্রো)। সাম্প্রতিক এক প্রতিবেদনে ফুটবলারদের অতিরিক্ত চাপের ভয়াবহ চিত্র উঠে এসেছে। এই প্রতিবেদনে দেখা যায়, মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামাল খেলেছেন ১৩০টি পেশাদার ম্যাচ, মাঠে ছিলেন ৯,৭৭২ মিনিট, যা একই বয়সে বার্সেলোনা কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ এবং সেস ফ্যাব্রেগাসের ম্যাচসংখ্যা কিংবা মাঠে থাকার সময়ের চেয়েও প্রায় দ্বিগুণ!
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বর্তমান প্রজন্মের তরুণ ফুটবলাররা আগের প্রজন্মের তুলনায় প্রায় দ্বিগুণ সময় মাঠে কাটাচ্ছে। যা বিশাল ঝুঁকিপূর্ণ। মেডিকেল সায়েন্সের মতে, মৌসুম শেষে বাধ্যতামূলক চার সপ্তাহের বিশ্রাম দিতে হবে ফুটবলারদের। তবে সেসবের কিছুই না হওয়ায় ইয়ামালদের মতো তরুণদের ইনজুরিতে পড়ার ঝুঁকি বেড়েই চলছে।

নিজেদের মাঠে শুরুতে লিড নিয়ে ক্রোয়েশিয়াকে চমকে দিয়েছিল ফারো আইল্যান্ডস। তবে দুর্দান্ত খেলে প্রত্যাবর্তনের গল্প লিখেছে ক্রোয়াটরা। শেষে ৩-১ গোলে জিতে ক্রোয়েশিয়া নিজেদের নাম লিখেছে ২০২৬ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ বাছাইয়ে জার্মানির জয়রথ চলছেই। এবার তারা হারাল লুক্সেমবার্গকে। গ্রুপের সবচেয়ে দুর্বল ও পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লুক্সেমবার্গের বিপক্ষে জার্মানদের জয়টা অবশ্য কম ব্যবধানে, ২-০ গোলে।
৪ ঘণ্টা আগে
শুরুতেই লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া। এরপর বাকি ৮০ মিনিট দাঁতে দাঁত চেপে লড়াই করা। শেষমেশ গোলরক্ষক জোয়াও পেদ্রোর বীরত্ব এবং রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ষোলোতে উঠল ব্রাজিল।
৬ ঘণ্টা আগে
একটা সময় ক্রিকেটের রেকর্ড মানেই ছিল বিরাট কোহলি আর বাবর আজম। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দুই তারকার লড়াইটাও হতো দেখার মতো। রেকর্ডের বইয়ে তাদের বিচরণ ছিল নিত্যকার অভ্যাস। দীর্ঘসময় পর ফের একবিন্দুতে মিলে গেলেন কোহলি-বাবর।
৬ ঘণ্টা আগে