
স্পোর্টস ডেস্ক

সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হওয়ার আগের দিন বড় ধরনের ধাক্কা খেল ইংল্যান্ড। ৩১ জুলাই লন্ডনের দ্য ওভালে অনুষ্ঠিতব্য আসন্ন ম্যাচ থেকে ছিটকে গেছেন অধিনায়ক বেন স্টোকস। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বের ভার সামলাবেন ওলি পোপ।
মূলত ডান কাঁধের চোটের কারণে ওভাল টেস্টের একাদশ থেকে ছিটকে গেছেন স্টোকস। চোটের কারণে ম্যানচেস্টার টেস্টে ফিল্ডিংয়ের সময় বেশ কয়েকবার অস্বস্তিতে ভুগতে দেখা যায় স্টোকসকে। তাই শেষ ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা ছিল। এবার সে শঙ্কা বাস্তব হলো।
সব মিলিয়ে ম্যানচেস্টার টেস্টের একাদশ থেকে চার পরিবর্তন নিয়ে খেলতে নামবে ইংল্যান্ড। স্টোকস ছাড়াও থাকছেন না জোফরা আর্চার, ব্রাইডন কার্স ও লিয়াম ডসন। একাদশে নেওয়া হয়েছে জেমি ওভারটন, জশ টাং, জ্যাকব বেথেল ও গাস অ্যাটকিনসনকে।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম ৪ ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ জিততে চাইলে তাই শেষ টেস্টে হার এড়াতে হবে স্বাগতিকদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্টোকসের না থাকাটা বড় ক্ষতির কারণ হয়ে গেল ইংলিশদের জন্য।
দুর্দান্ত ফর্মে ছিলেন স্টোকস। প্রথম ৪ টেস্টে বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। চলমান সিরিজের এখন পর্যন্ত তার থেকে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো বোলার। এছাড়া ব্যাট হাতে করেছেন ৩০৪ রান।
শেষ টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাং।

সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হওয়ার আগের দিন বড় ধরনের ধাক্কা খেল ইংল্যান্ড। ৩১ জুলাই লন্ডনের দ্য ওভালে অনুষ্ঠিতব্য আসন্ন ম্যাচ থেকে ছিটকে গেছেন অধিনায়ক বেন স্টোকস। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বের ভার সামলাবেন ওলি পোপ।
মূলত ডান কাঁধের চোটের কারণে ওভাল টেস্টের একাদশ থেকে ছিটকে গেছেন স্টোকস। চোটের কারণে ম্যানচেস্টার টেস্টে ফিল্ডিংয়ের সময় বেশ কয়েকবার অস্বস্তিতে ভুগতে দেখা যায় স্টোকসকে। তাই শেষ ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা ছিল। এবার সে শঙ্কা বাস্তব হলো।
সব মিলিয়ে ম্যানচেস্টার টেস্টের একাদশ থেকে চার পরিবর্তন নিয়ে খেলতে নামবে ইংল্যান্ড। স্টোকস ছাড়াও থাকছেন না জোফরা আর্চার, ব্রাইডন কার্স ও লিয়াম ডসন। একাদশে নেওয়া হয়েছে জেমি ওভারটন, জশ টাং, জ্যাকব বেথেল ও গাস অ্যাটকিনসনকে।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম ৪ ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ জিততে চাইলে তাই শেষ টেস্টে হার এড়াতে হবে স্বাগতিকদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্টোকসের না থাকাটা বড় ক্ষতির কারণ হয়ে গেল ইংলিশদের জন্য।
দুর্দান্ত ফর্মে ছিলেন স্টোকস। প্রথম ৪ টেস্টে বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। চলমান সিরিজের এখন পর্যন্ত তার থেকে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো বোলার। এছাড়া ব্যাট হাতে করেছেন ৩০৪ রান।
শেষ টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাং।

৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
৩৬ মিনিট আগে
সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
১ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
২ ঘণ্টা আগে
প্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
২ ঘণ্টা আগে