বিপিএল ফাইনাল

চ্যাম্পিয়ন দল পাবে আড়াই কোটি টাকা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ৫৭
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ০১

ফাইনাল দিয়ে পর্দা নামতে যাচ্ছে বিপিএলের একাদশ আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে আগামীকাল শুক্রবার ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগং কিংস। এবার বেড়েছে আসরের প্রাইজমানি। চ্যাম্পিয়নরা পাবে ২ কোটি ৫০ লাখ টাকা। গত আসরের চেয়ে এবার ৫০ লাখ টাকা বেশি পাবে শিরোপা জয়ীরা। আগের আসরে সেরা দল পেয়েছিল ২ কোটি টাকার প্রাইজমানি।

বিজ্ঞাপন

আর রানার্স-আপ দলটির অ্যাকাউন্টে যাবে এক কোটি ৫০ লাখ টাকা। গত বারের চেয়ে তারাও এবার পাবে ৫০ লাখ টাকা বেশি। গত বছর রানার্স-আপ দলটি পেয়েছিল এক কোটি টাকা।

টুর্নামেন্টের তৃতীয় সেরা দল পাবে ৬০ লাখ টাকা। আর চারে থাকা ফ্র্যাঞ্চাইজিটি পাবে ৪০ লাখ টাকার প্রাইজমানি। ফাইনালের ম্যাচসেরা খেলোয়াড়ের জন্য রয়েছে ৫ লাখ টাকা বরাদ্দ। তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের হাতে উঠবে ১০ লাখ টাকার প্রাইজমানির চেক।

সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারী পাবেন সমান ৫ লাখ টাকা করে। টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারের পকেটে যাবে ৩ লাখ টাকা। তার মতো সেরা ফিল্ডারও পাবেন ৩ লাখ টাকার আর্থিক পুরস্কার।

বিষয়:

বিপিএল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত