আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার টপলিকে হারাল সিলেট

স্পোর্টস রিপোর্টার
এবার টপলিকে হারাল সিলেট

কুঁচকির চোটের কারণে বিপিএলের মাঝপথেই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার রাহকিম কর্নওয়ালকে হারায় সিলেট স্ট্রাইকার্স। এবার শেষদিকে এসে আরও এক ক্রিকেটারকে হারাল ফ্রাঞ্চাইজিটি। চোট পাওয়ায় বিপিএল শেষ হয়েছে সিলেটের তারকা পেসার রিস টপলির। এক বিবৃতিতে সিলেট বিষয় নিশ্চিত করেছে।

প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছিলেন টপলি। যদিও সুখস্মৃতি নিয়ে ফেরা হলো না ৩০ বছর বয়সী ক্রিকেটারের। ডান হাঁটুর হাইপারএক্সটেনশন, হ্যামস্ট্রিং এবং কুঁচকির চোটে ভুগছেন তিনি। ইতোমধ্যে নিজ দেশ ইংল্যান্ডের উদ্দেশ্যে সিলেট শিবির ত্যাগ করেছেন টপলি।

বিজ্ঞাপন

চলে যাওয়ার আগে সিলেটের হয়ে ৭ ম্যাচে মাঠে নামেন টপলি। যেখানে নিজের ছায়া হয়ে ছিলেন এই বাঁহাতি পেসার। ৯.৭৫ ইকোনমি রান রেট নিয়েছেন ৪ উইকেট।

টপলির ব্যক্তিগত পারফরম্যান্সের মতো সিলেটের অবস্থাও ভালো না। ৯ ম্যাচের মধ্যে মাত্র ২ জয়ে টেবিলের তলানীতে অবস্থান করছে আরিফুল হকের দল। আরও আগেই টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায়ঘণ্টা শুনেছে সিলেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন