আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দলের জন্য যা দরকার তা বোঝেন রিশাদ

স্পোর্টস রিপোর্টার

দলের জন্য যা দরকার তা বোঝেন রিশাদ

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২০৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে জয়ের পথ অনেকটাই সহজ করে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তখনই রিশাদ হোসেনের বল হাতে দাপট দেখানোর শুরু। তার বোলিং দাপটে একে একে প্যাভিলিয়নে ছয় ক্যারিবিয়ান ব্যাটার। তাতে খেই হারিয়ে বসা ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত ম্যাচ হারে ৭৪ রানের বড় ব্যবধানে। এই জয়ের পর সংবাদ সম্মেলনে এসে রিশাদ হোসেন জানান, দলের জন্য যা দরকার সেটা তিনি বোঝেন তিনি।

বিজ্ঞাপন

প্রথম বাংলাদেশি ডানহাতি স্পিনার হিসেবে পাঁচ উইকেট নেন রিশাদ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে দলকে জিতিয়ে রিশাদ বলেন, ‘এর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ দিয়েছেন।’ তবে বোলিংয়ের প্রথম দিকে খানিকটা অস্বস্তিতে ছিলেন সেটাও স্বীকার করে নেন তিনি। রিশাদের কথায়, ‘আসলে আমি আমার প্রসেসের মধ্যেই ছিলাম। প্রথমে এক-দুই ওভার একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হয়েছিল, কিন্তু পরে সবকিছু ঠিক কাভার করে ফেলেছি।’

শুধুমাত্রই যে বোলিংয়েই অবদান রেখেছেন রিশাদ তা নয়। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে ১৩ বলে করেন ২৬ রান। দুইশ স্ট্রাইক রেটের ওই ইনিংস নিয়ে তিনি বলেন, ‘আমার যে জায়গায় নেমে আমার রোলটা হচ্ছে, কীভাবে একটু এক্সট্রা রান করা যায় যা টিমের জন্য ভালো হয়। যে জায়গায় ১৮০ সেখানে যদি ২১০-১৫ করা যায়, তা আমার জন্য ভালো। আমি এটাই ট্রাই করেছি, তো আলহামদুলিল্লাহ হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘এটা আমি বুঝি যে আমার জন্য টিমের কী দরকার। আমি চেষ্টা করি যে আমি একটু ভালো করলে টিমের এটা ভালো হবে।’

এছাড়া সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে ২০৭ রান করার পর জয়ের জন্য দল আত্মবিশ্বাসী ছিল কি না সেই প্রশ্নের উত্তরে বলেন, ‘আসলে আমাদের যে ১১ জন ছিলাম, সবার বিশ্বাস ছিল যে আমরা শেষ বল পর্যন্ত আমরা ফাইট করে যাব। রেজাল্ট নিয়ে আমরা কোনো চিন্তাই করতেছিলাম না। আমরা জাস্ট চেষ্টা করছি যে আমরা কীভাবে ফাইট করব এবং আমাদের প্রসেসে থাকব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন