ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলি জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ২০: ৩১

পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের পরিবর্তে খেলবে জিম্বাবুয়ে। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে এই সিরিজ। সিরিজে তৃতীয় দল হিসেবে থাকছে শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বলেছে, ‘আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে জিম্বাবুয়ে ক্রিকেট পিসিবির আমন্ত্রণ গ্রহণ করেছে। সিরিজে পাকিস্তানের পাশাপাশি খেলবে শ্রীলঙ্কাও। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে।’

এর আগে, পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় সিরিজ থেকে নিজেদের সরিয়ে নেয় আফগানিস্তান। এই ঘটনায় দুই দেশের ক্রিকেটার ও সাবেক ক্রিকেটারদের মধ্যে বাকযুদ্ধ চলে। তার আগেই অবশ্য সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত