ভালো ম্যাচ উপহারের অপেক্ষায় অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭: ০০

সংবাদ সম্মেলনে অনেক প্রশ্ন উড়ে গেল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দিকে। প্রশ্নের সেই বাউন্সারে কখনো ডাক করলেন, কখনো হুক শট খেললেন যেন! ভারতের বিরুদ্ধে আজকের ম্যাচেও অধিনায়কের ব্যাট এমন পারফরমেন্স দেখালে টুর্নামেন্টে বড় স্বপ্ন দেখা বাংলাদেশের স্বপ্ন আরো বড় হবে।

বিজ্ঞাপন

ভারত ম্যাচ নিয়ে আশা

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই সবাইকে ভালো খেলতে হবে। আমরা যেভাবে গত কদিনে প্রস্তুতি নিয়েছি, তাতে আমরা আত্মবিশ্বাসী। আশা করি আগামীকালের (আজ) ম্যাচ ভালো হবে।

ভারত-পাকিস্তানের ওপর বেশি ফোকাস

হ্যাঁ, অবশ্যই। ৮ দলই খুব ভালো দল। ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের দারুণ স্মৃতি আছে। আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মাটিতে ভারতের বিপক্ষে দুই ওয়ানডে জিতেছি। তাই আমাদের ভালো স্মৃতি আছে। কিন্তু এটা অতীত। ২০ তারিখে (আজ) ভালো খেলি এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব।

দলে বেশি অলরাউন্ডার

অবশ্যই অলরাউন্ডার সব সময় দলকে ভারসাম্য এনে দেন। আমরা ভালো কজন অলরাউন্ডার পেয়েছি। আশা করব তারা কালকে (আজ শুক্রবার) ভালো খেলবে এবং দলের জন্যই খেলবে।

প্রতিপক্ষ নিয়ে ভাবনা

এই ফরম্যাটে আমাদের দল বেশ ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে যে কোনো দলকে হারাতে পারব। সব দল ট্রফি জয়ের সামর্থ্য রাখে; কিন্তু কেউ প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবছে না। যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে যে কোনোদিন যে কোনো দলকে হারাতে পারব।

পেস বোলিং বিভাগ নিয়ে

আমরা আগে সব সময় পেস আক্রমণ নিয়ে একটু স্ট্রাগল করতাম। কিন্তু শেষ দুবছরে আমরা বেশ কজন ভালো পেস বোলার পেয়েছি। নাহিদ রানা, তাসকিন যেভাবে বোলিং করে- এটা দারুণ সাহায্য করে। অধিনায়ক হিসেবে আগে বোলিং করতে ভালো লাগে। আমি খুশি যে আমাদের দারুণ একটা পেস বোলিং ইউনিট আছে। ফ্লাডলাইটে তারা বল সুইং করতে পারে।

বিপিএল থেকে সরাসরি চ্যাম্পিয়নস ট্রফি

আমি এমনটা ভাবি না। কারণ, এই সংস্করণে ঘরোয়াতে আমরা অনেক ক্রিকেট খেলেছি। কিন্তু সম্প্রতি বিপিএল শেষ করে এসেছি, ব্যাটারা ভালো করেছে এবং অনেক রান করেছে। এটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে। মনে হয় না এই ফরম্যাটে মানিয়ে নিতে এটা কোনো সমস্যা হবে।

বুমরার না থাকা প্রসঙ্গে

কোনো নির্দিষ্ট ক্রিকেটার নিয়ে ভাবছি না। তাদের (ভারত) অনেক ভালো খেলোয়াড় আছে। আমাদের কাজ হলো কীভাবে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব।

নাহিদ রানা নতুন তারকা

শেষ কয়েক ম্যাচে সে দারুণ বোলিং করেছে। বেশ ভালো গতিতে বল করেছে। মাঠে যখন তাকে এভাবে বল করতে দেখি ভালো লাগে এবং পুরো বোলিং ইউনিটকে বেশ সাহায্য করে। প্রতিপক্ষকে কীভাবে আরো বেশি চ্যালেঞ্জ ছুড়ে দেব, সেই অনুপ্রেরণাও পাওয়া যায়। এটা আমি ব্যক্তিগতভাবে বেশ পছন্দ করি। আমি চাই সে এভাবে তার ফর্ম ধরে রাখুক।

দুই ভেন্যুতে খেলা প্রসঙ্গে

সম্ভবত দুবাইয়েও পাকিস্তানের মতো হাই স্কোরিং উইকেট হবে। তো আমাদের মানিয়ে নিতে হবে। সম্প্রতি আমরা রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছি। আমাদের উইকেট নিয়ে অভিজ্ঞতা আছে। ক্রিকেটার হিসেবে আমাদের বুঝতে হবে কখন মানিয়ে নিতে হবে এবং কীভাবে খেলতে হবে। মনে হয় না এটা কঠিন। ছেলেরা দুই মাঠেই ভালো খেলতে মুখিয়ে আছে।

সমর্থক কেমন আশা করছেন এখানে

আমরা যেখানে খেলতে যাই, সেখানেই অনেক সমর্থন পাই। জিতি বা হারি, তারা সব সময় সমর্থন দেয়। তাই এটা দারুণ ব্যাপার। আশা করি সমর্থকরা কালও আসবে এবং সমর্থন দেবে।

পেস বোলিংয়ের ওপর দল বেশি নির্ভর কিনা

না, না। আমি পেস বোলিং আক্রমণের ওপর নির্ভর করছি না। আগেই বলেছি, আগে এত পেসার ছিল না; কিন্তু এখন আছে। আমাদের এখন পেস ও স্পিনে দারুণ ভারসাম্য আছে। আমি অবাক হব না যদি তারা দুই বা তিনজন স্পিনার খেলায়। ধারণা আছে তারা কেমন কম্বিনেশন তৈরি করতে পারে।

সৌম্য-তানজিদের সম্ভাবনা প্রসঙ্গে

তামিম বিপিএলে ভালো একটা মৌসুম কাটিয়েছে। আশা করি টুর্নামেন্টে বিশেষ কিছু করবে এবং ভালো প্রস্তুতি নিয়েছে। এই ফরম্যাটে শেষ দুই সিরিজে সৌম্য ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে ইনজুরিতে পড়েছিল। এখন সে পুরোপুরি সুস্থ এবং ভালো প্রস্তুতি নিয়েছে। আশা করি সেও টুর্নামেন্টে ভালো করবে।

প্রস্তুতি ম্যাচে তো হেরে গেলেন

এটা আমাদের ওপর বেশি প্রভাব ফেলবে না। প্রস্তুতি ম্যাচে আমরা অনেকগুলো বিষয় দেখেছি। সবাই ব্যাটিং-বোলিং করার সুযোগ পেয়েছে। এটা প্রস্তুতির অংশ। আমার মনে হয় না প্রভাব ফেলবে।

সাকিবকে মিস করছেন কিনা

জ্বি না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত