স্পোর্টস ডেস্ক
ইনিংসের ৮৬তম ওভারের প্রথম বলে গাস অ্যাটকিনসনকে বোল্ড করে খানিকটা দৌঁড়ে সিউই উদযাপন করেন মোহাম্মদ সিরাজ। এরপর চারদিক থেকে সতীর্থরা এসে ঘিরে ধরেন এই পেসারকে। সিরাজকে ঘিরে শুরু হয় পাগলাটে উদযাপন।
ওভাল টেস্টে ৬ রানের এই জয়ে ২-২ সমতায় অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শেষ করে ভারত। পিছিয়ে থেকেও শেষের নাটকীয়তায় সিরিজে সমতা ফেরানোয় খুব স্বাভাবিকভাবেই ভারতীয় দলের ক্রিকেটারদের উদযাপনে ছিল বাধভাঙা। যাকে ঘিরে এই উদযাপন, সেই সিরাজ জানিয়েছেন- ক্রিশ্চিয়ানো রোনালদো আর নিজের প্রতি বিশ্বাসের কারণেই ম্যাচ জয়ী পারফরম্যান্স করতে পেরেছেন তিনি। ফোনের ওয়ালপেপারে রাখা ‘বিলিভ’ লেখা রোনালদোর ছবি সব সময়ই দারুণ কিছু করতে অনুপ্রেরণা জোগায় সিরাজকে।
শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায় ছিল ওভাল টেস্ট। জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হতো ৩৫ রান। অন্যিদিকে ভারতের দরকার ছিল ৫ উইকেট। এমন সমীকরণে সিরাজের দুর্দান্ত বোলিংয়ে শেষ হাসি হাসে অতিথিরা। শেষদিনে ৪ উইকেটের মধ্যেই তিনটাই নেন সিরাজ। সব মিলিয়ে ম্যাচটিতে ৯ উইকেট নেন এই গতি তারকা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হঠাৎ পকেট থেকে ফোন বের করেন সিরাজ। এরপর ওয়ালপেপারে থাকা বিলিভ লেখা রোনালদোর ছবি দেখান এই বোলার। তিনি বলেন, ‘এই ছবিটাই আমার ফোনের ওয়ালপেপারে ছিল। নিজের ওপর বিশ্বাস ছিল যে আমি পারব। সাধারণত ম্যাড যেতে আমি সকাল আটটায় ঘুম থেকে উঠি।’
সিরাজ আরো বলেন, ‘কিন্তু এদিন ভোর ছয়টায় উঠেছিলাম। ঘুম ভাঙার পরই গুগল সার্চ করে ছবিটা বের করে ওয়ালপেপারে রেখেছি। আমি মনে করি, নিজের প্রতি বিশ্বাস রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ।’
ইনিংসের ৮৬তম ওভারের প্রথম বলে গাস অ্যাটকিনসনকে বোল্ড করে খানিকটা দৌঁড়ে সিউই উদযাপন করেন মোহাম্মদ সিরাজ। এরপর চারদিক থেকে সতীর্থরা এসে ঘিরে ধরেন এই পেসারকে। সিরাজকে ঘিরে শুরু হয় পাগলাটে উদযাপন।
ওভাল টেস্টে ৬ রানের এই জয়ে ২-২ সমতায় অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শেষ করে ভারত। পিছিয়ে থেকেও শেষের নাটকীয়তায় সিরিজে সমতা ফেরানোয় খুব স্বাভাবিকভাবেই ভারতীয় দলের ক্রিকেটারদের উদযাপনে ছিল বাধভাঙা। যাকে ঘিরে এই উদযাপন, সেই সিরাজ জানিয়েছেন- ক্রিশ্চিয়ানো রোনালদো আর নিজের প্রতি বিশ্বাসের কারণেই ম্যাচ জয়ী পারফরম্যান্স করতে পেরেছেন তিনি। ফোনের ওয়ালপেপারে রাখা ‘বিলিভ’ লেখা রোনালদোর ছবি সব সময়ই দারুণ কিছু করতে অনুপ্রেরণা জোগায় সিরাজকে।
শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায় ছিল ওভাল টেস্ট। জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হতো ৩৫ রান। অন্যিদিকে ভারতের দরকার ছিল ৫ উইকেট। এমন সমীকরণে সিরাজের দুর্দান্ত বোলিংয়ে শেষ হাসি হাসে অতিথিরা। শেষদিনে ৪ উইকেটের মধ্যেই তিনটাই নেন সিরাজ। সব মিলিয়ে ম্যাচটিতে ৯ উইকেট নেন এই গতি তারকা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হঠাৎ পকেট থেকে ফোন বের করেন সিরাজ। এরপর ওয়ালপেপারে থাকা বিলিভ লেখা রোনালদোর ছবি দেখান এই বোলার। তিনি বলেন, ‘এই ছবিটাই আমার ফোনের ওয়ালপেপারে ছিল। নিজের ওপর বিশ্বাস ছিল যে আমি পারব। সাধারণত ম্যাড যেতে আমি সকাল আটটায় ঘুম থেকে উঠি।’
সিরাজ আরো বলেন, ‘কিন্তু এদিন ভোর ছয়টায় উঠেছিলাম। ঘুম ভাঙার পরই গুগল সার্চ করে ছবিটা বের করে ওয়ালপেপারে রেখেছি। আমি মনে করি, নিজের প্রতি বিশ্বাস রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে