আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লর্ডস টেস্ট

আগ্রাসী আচরণের শাস্তি পেলেন সিরাজ

স্পোর্টস ডেস্ক
আগ্রাসী আচরণের শাস্তি পেলেন সিরাজ

লর্ডস টেস্টের চতুর্থ দিনে ১২ বলে ১২ রানে আউট হন বেন ডাকেট। এই ব্যাটারকে আউটের পর তাকে কাঁধ দিয়ে ধাক্কা দেন ও আগ্রাসী ভাষা ব্যবহার করেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এমন আচরণের পর শাস্তি পাবেন এটাই হওয়ার কথা। হয়েছেও তাই, পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আগেই তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে আইসিসি। তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।

মোহাম্মদ সিরাজের এই ঘটনাটি লর্ডস টেস্টের চতুর্থ দিনের ষষ্ট ওভারে ঘটে। আক্রমণাত্মক হতে গিয়ে সিরাজের করা ওভারের পঞ্চম বলে জসপ্রিত বুমরাহর হাতে ক্যাচ তুলে দেন বেন ডাকেট। এরপরই উত্তেজিত অঙ্গভঙ্গিতে উদযাপন শুরু করেন সিরাজ। তবে সেইদিকে কোনো সাড়া দিয়ে সরাসরি ড্রেসিংরুমে ফিরে যেতে থাকেন ডাকেট। সে সময় এই ইংলিশ ব্যাটারকে কাঁধ দিয়ে ধাক্কা দেন সিরাজ।

বিজ্ঞাপন

আইসিসির আচরণবিধি অনুযায়ী প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ করতে পারেন না কোনো ক্রিকেটার। এ ধরনের আচরণ করে আইসিসির আচরণ বিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন। ২.৫ ধারায় লেভেল এক অনুযায়ী সিরাজকে জরিমানা করা হয়েছে।

দিনের খেলা শেষে আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন আনুষ্ঠানিক শুনানির জন্য সিরাজকে ডাকেন। সেখানে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ফলে সরাসরি শাস্তি ঘোষণা করে দেন ম্যাচ রেফারি রিচার্ডসন।

এই নিয়ে গত ২৪ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ডিমেরিট পয়েন্ট পেলেন মোহাম্মদ সিরাজ। এ সময়ের মধ্যে আরও দুই ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার মুখে পড়বেন ভারতীয় এই পেসার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন