একাদশে নেই তাসকিন-লিটন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৪: ৫৪
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৫: ০৩

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অতিথিদের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। একাদশে নেই তাসকিন আহমেদ ও লিটন কুমার দাস।

দুই জনের বাদ পড়ার কারণ অবশ্য দুই রকম। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাসকিনকে বাইরে রেখেছে ম্যানেজমেন্ট। দ্বিতীয় ওয়ানডেতে দল হারলেও বল হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন। ৪৭ রানে ৪ উইকেট নেন ঢাকা এক্সপ্রেস। তার পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে ডানহাতি পেসার হাসান মাহমুদকে।

অন্যদিকে বাজে ফর্মের কারণে একাদশ থেকে বাদ পড়েছেন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ একদিনের ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। তার জায়গায় আজ খেলছেন লোয়ার অর্ডার ব্যাটার কাম স্পিনার শামিম পাটোয়ারি।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত