টি-টোয়েন্টিতে তাহলে শান্তর বিকল্প লিটন!

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ২১: ৩০
লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত

ঢাকার তৃতীয় বিভাগ বাছাই লিগের অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলেও তিনি মূলত নেতৃত্ব দিচ্ছেন শুধু ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে। নিজ থেকেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছেন অনেকদিন আগেই। চলতি বছরের জানুয়ারিতে জানা গিয়েছিল তার এই সিদ্ধান্তের কথা। তখন থেকেই গুঞ্জন উঠেছে হয়তো লিটনের কাঁধে উঠবে টি-টোয়েন্টির নেতৃত্বভার। তবে বিসিবি থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

বিজ্ঞাপন

আজ মিরপুরে তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগিরই জানা যাবে। এরই মধ্যে দুয়েকজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এরকম থেকে কাউকে (অধিনায়কত্বে) আমরা চেষ্টা করব।’

বিসিবি সভাপতির কথায় খানিকটা আভাস পাওয়া যায় লিটন দাসের কাঁধে উঠছে টি-টোয়েন্টির নেতৃত্বভার। কারণ, সাম্প্রতিক সময়ে তিনিই শুধু টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তার অধীনেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেই পারফরম্যান্সে খুশি হয়ে হয়তো তাকেই অধিনায়ক করার চিন্তাভাবনা করছে বিসিবি।

অধিনায়কের বিষয়টির পর এসেছে পরবর্তী বিশ্বকাপের পরিকল্পনা কেমন হবে সেটা নিয়ে। নতুন করে দল সাজানোর পরিকল্পনা কীভাবে সেই বিষয়ে প্রশ্ন আসলে ফারুক বলেন, ‘আমি যদি একসঙ্গে নির্বাচক কমিটি, বোর্ড প্রেসিডেন্ট ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান হতে পারতাম তাহলে আমার জন্য সহজ হতো উত্তর দেওয়া। তবে অবশ্যই আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না। আমি যখন নির্বাচক কমিটির প্রধান ছিলাম, ২০০৭ সালে বিশ্বকাপ খেলেছি আমরা। তামিম, সাকিব, মুশফিক ওরা কিন্তু ওই বিশ্বকাপ দিয়ে লাইমলাইটে এসেছে। এখন বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমাদের সঙ্গে বোর্ড পরিচালকরা আছেন, আমরা বলে দেব কী চাই বোর্ড থেকে।’

তিনি আরো যোগ করেন, ‘যে নির্বাচক কমিটি আছে, যারা ক্রিকেট অপারেশন্স আছে... নাজমুল আবেদীন ফাহিম অত্যন্ত অভিজ্ঞসম্পন্ন মানুষ। তাদের সঙ্গে আলাপ করে আমরা চিন্তা করব ক্রিকেটটা কীভাবে করা যায়।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত