স্পোর্টস রিপোর্টার
ঢাকার তৃতীয় বিভাগ বাছাই লিগের অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলেও তিনি মূলত নেতৃত্ব দিচ্ছেন শুধু ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে। নিজ থেকেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছেন অনেকদিন আগেই। চলতি বছরের জানুয়ারিতে জানা গিয়েছিল তার এই সিদ্ধান্তের কথা। তখন থেকেই গুঞ্জন উঠেছে হয়তো লিটনের কাঁধে উঠবে টি-টোয়েন্টির নেতৃত্বভার। তবে বিসিবি থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
আজ মিরপুরে তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগিরই জানা যাবে। এরই মধ্যে দুয়েকজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এরকম থেকে কাউকে (অধিনায়কত্বে) আমরা চেষ্টা করব।’
বিসিবি সভাপতির কথায় খানিকটা আভাস পাওয়া যায় লিটন দাসের কাঁধে উঠছে টি-টোয়েন্টির নেতৃত্বভার। কারণ, সাম্প্রতিক সময়ে তিনিই শুধু টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তার অধীনেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেই পারফরম্যান্সে খুশি হয়ে হয়তো তাকেই অধিনায়ক করার চিন্তাভাবনা করছে বিসিবি।
অধিনায়কের বিষয়টির পর এসেছে পরবর্তী বিশ্বকাপের পরিকল্পনা কেমন হবে সেটা নিয়ে। নতুন করে দল সাজানোর পরিকল্পনা কীভাবে সেই বিষয়ে প্রশ্ন আসলে ফারুক বলেন, ‘আমি যদি একসঙ্গে নির্বাচক কমিটি, বোর্ড প্রেসিডেন্ট ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান হতে পারতাম তাহলে আমার জন্য সহজ হতো উত্তর দেওয়া। তবে অবশ্যই আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না। আমি যখন নির্বাচক কমিটির প্রধান ছিলাম, ২০০৭ সালে বিশ্বকাপ খেলেছি আমরা। তামিম, সাকিব, মুশফিক ওরা কিন্তু ওই বিশ্বকাপ দিয়ে লাইমলাইটে এসেছে। এখন বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমাদের সঙ্গে বোর্ড পরিচালকরা আছেন, আমরা বলে দেব কী চাই বোর্ড থেকে।’
তিনি আরো যোগ করেন, ‘যে নির্বাচক কমিটি আছে, যারা ক্রিকেট অপারেশন্স আছে... নাজমুল আবেদীন ফাহিম অত্যন্ত অভিজ্ঞসম্পন্ন মানুষ। তাদের সঙ্গে আলাপ করে আমরা চিন্তা করব ক্রিকেটটা কীভাবে করা যায়।’
ঢাকার তৃতীয় বিভাগ বাছাই লিগের অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলেও তিনি মূলত নেতৃত্ব দিচ্ছেন শুধু ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে। নিজ থেকেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছেন অনেকদিন আগেই। চলতি বছরের জানুয়ারিতে জানা গিয়েছিল তার এই সিদ্ধান্তের কথা। তখন থেকেই গুঞ্জন উঠেছে হয়তো লিটনের কাঁধে উঠবে টি-টোয়েন্টির নেতৃত্বভার। তবে বিসিবি থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
আজ মিরপুরে তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগিরই জানা যাবে। এরই মধ্যে দুয়েকজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এরকম থেকে কাউকে (অধিনায়কত্বে) আমরা চেষ্টা করব।’
বিসিবি সভাপতির কথায় খানিকটা আভাস পাওয়া যায় লিটন দাসের কাঁধে উঠছে টি-টোয়েন্টির নেতৃত্বভার। কারণ, সাম্প্রতিক সময়ে তিনিই শুধু টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তার অধীনেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেই পারফরম্যান্সে খুশি হয়ে হয়তো তাকেই অধিনায়ক করার চিন্তাভাবনা করছে বিসিবি।
অধিনায়কের বিষয়টির পর এসেছে পরবর্তী বিশ্বকাপের পরিকল্পনা কেমন হবে সেটা নিয়ে। নতুন করে দল সাজানোর পরিকল্পনা কীভাবে সেই বিষয়ে প্রশ্ন আসলে ফারুক বলেন, ‘আমি যদি একসঙ্গে নির্বাচক কমিটি, বোর্ড প্রেসিডেন্ট ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান হতে পারতাম তাহলে আমার জন্য সহজ হতো উত্তর দেওয়া। তবে অবশ্যই আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না। আমি যখন নির্বাচক কমিটির প্রধান ছিলাম, ২০০৭ সালে বিশ্বকাপ খেলেছি আমরা। তামিম, সাকিব, মুশফিক ওরা কিন্তু ওই বিশ্বকাপ দিয়ে লাইমলাইটে এসেছে। এখন বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমাদের সঙ্গে বোর্ড পরিচালকরা আছেন, আমরা বলে দেব কী চাই বোর্ড থেকে।’
তিনি আরো যোগ করেন, ‘যে নির্বাচক কমিটি আছে, যারা ক্রিকেট অপারেশন্স আছে... নাজমুল আবেদীন ফাহিম অত্যন্ত অভিজ্ঞসম্পন্ন মানুষ। তাদের সঙ্গে আলাপ করে আমরা চিন্তা করব ক্রিকেটটা কীভাবে করা যায়।’
আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
১৩ মিনিট আগে৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
১ ঘণ্টা আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
২ ঘণ্টা আগে