আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিসিবির বোর্ড সভা আজ

স্পোর্টস ডেস্ক
বিসিবির বোর্ড সভা আজ

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আছেন অস্ট্রেলিয়ায়। দেশ ছাড়ার আগে বোর্ডসভা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করতে পারেননি। জরুরি কাজে আগেভাগেই অস্ট্রেলিয়ায় যেতে হয়েছে তাকে। ফলে স্থগিত হওয়া বোর্ডসভাটি আজ অনলাইনে অনুষ্ঠিত হবে। ১৪ এজেন্ডা নিয়ে হবে এবারের বোর্ডসভা। যেখানে সিদ্ধান্ত আসবে বিপিএলের মার্কেটিং কনসালটেন্ট নিয়োগ, টনি হেমিংয়ের নিয়োগ ও প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত। গতকাল আমার দেশকে এসব নিশ্চিত করেন বিসিবির এক পরিচালক।

বিজ্ঞাপন

এবারের বোর্ডসভায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বিপিএল প্রসঙ্গ। বিসিবির টেন্ডারে সাড়া দিয়ে পাঁচটি প্রতিষ্ঠান বিপিএলের মার্কেটিং কনসালটেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলো তাদের প্রেজেন্টেশনও দিয়েছে। এখন অপেক্ষা কারা পাচ্ছে বিপিএল আয়োজনের স্বত্ব। সেই সিদ্ধান্ত হবে আজকের বোর্ডসভায়।

এছাড়া বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফি, প্লেয়ার ড্রাফট ও টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচি জানা যাবে। বিপিএলের পাশাপাশি আলোচনা হবে আলোচিত কিউরেটর টনি হেমিংয়ের নিয়োগ হবে। জানা গেছে, লম্বা মেয়াদের জন্য তাকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া আম্পায়ার্স প্রশিক্ষক হিসেবে সাইমন টোফেলের চুক্তিও চূড়ান্ত হতে পারে এবারের বোর্ডসভায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন