সর্বশেষ ২০০৫ সালে সাঁতার ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়েছিল। এরপর আর ফেডারেশনটির কোনো এজিএম আয়োজন করা হয়নি। ২০ বছর পর আবার ফেডারেশনের এজিএম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী শুক্রবার ক্যান্টনমেন্টে নৌবাহিনীর হাজী মহসিন ক্যাম্পাসে হবে বহুল প্রতীক্ষিত সাঁতারের এজিএম। এতে অংশ নেবেন দেশের জেলা, বিভাগ, ক্লাব, সার্ভিসেস দল ও জাতীয় ক্রীড়া পরিষদের ৭৫ জন কাউন্সিলর। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, ‘আমাদের কাউন্সিলর হওয়ার কথা ছিল ৮১ জন। কিন্তু পেয়েছে ৭৫ জন। বাকিরা কাউন্সিলরশিপ আনতে পারেননি। তাই এই কজনকে নিয়েই আমাদের এজিএম হবে।’
মূলত গঠনতন্ত্রের পরিবর্তন আনতেই এই এজিএম হচ্ছে বলে জানা গেছে। সাধারণ সম্পাদক জানান, ‘২০০৫ সালের পর সাঁতারে এজিএম হয়নি। বিশ্ব সাঁতার ফেডারেশন (ফিনা) থেকে আমাদের ওপর এজিএমের একটি নির্দেশনা অনেক দিন ধরেই রয়েছে। গঠনতন্ত্রেও কিছু পরিবর্তন আনা প্রয়োজন। সামগ্রিক বিষয় বিবেচনা করেই আমরা এজিএম করছি।’

