বর্ণবাদের অভিযোগ

মরিনহোর বিরুদ্ধে মামলা করার ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪৫

হোসে মরিনহোর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনে মামলা দায়েরের ঘোষণা দিয়েছে গালাতাসারে। একই সঙ্গে ফিফা ও উয়েফার কাছে ফেনেরবাচের পর্তুগিজ কোচের বিরুদ্ধে অভিযোগ আনবে তুর্কি ক্লাবটি।

তুর্কি সুপার লিগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) গালাতাসারে ও ফেনেরবাচের মধ্যকার লড়াইটি গোলশূন্য ড্র হয়। ম্যাচটির দায়িত্ব পালন করেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই রেফারির পারফরম্যান্সের প্রশংসা করেন ফেনেরবাচের প্রধান শিক্ষক মরিনহো। একই সঙ্গে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের আচরণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, ম্যাচ চলাকালীন গালাতাসারের বেঞ্চের খেলোয়াড়রা বানরের মতো লাফালাফি করেছে। পাশাপাশি তুরস্কের রেফারিদের খাটো করেও কথা বলেন। সব মিলিয়ে বেশ তোপের মুখেই পড়েছেন এই কোচ।

বিজ্ঞাপন

মরিনহোর এসব মন্তব্যের পর এক বিবৃতি দিয়েছে গালাতাসারে। সেখানে বলা হয়েছে, ‘ফেনেরবাচের প্রধান কোচের দায়িত্ব নিয়ে আসার পর থেকেই তুরস্কের মানুষদের নিয়ে অবমাননাসূচক মন্তব্য করে যাচ্ছেন। সবশেষ গালাতাসারের ফুটবলারদের নিয়ে তার মন্তব্য অনৈকিত ও অমানবিক। তাই ক্লাবের পক্ষ থেকে মরিনহোর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ূা হবে। তার বিরুদ্ধে ফিফা ও উয়েফার কাছে নালিশ দেওয়া হবে। ফেনেরবাচে কি ব্যবস্থা নেয় সেটাও দেখার অপেক্ষায় আছি আমরা।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত