রোহিত-কোহলির ফেরার ম্যাচে ভারতের হার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৯: ৫২

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা সুখকর হলো না রোহিত শর্মা ও বিরাট কোহলির। ব্যাট হাতে দুজনই ব্যর্থ হয়েছেন। তাদের ব্যর্থতার দিনে হেরেছে ভারতও। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে শুভমান গিলের দলকে ৭ উইকেটে হারিয়েছে অজিরা। বৃষ্টির কারণে ২৬ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ১৩৬ রান করে ভারত। জবাবে ২১.১ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে মার্নাস ল্যাবুশেন ৫২ বলে ৪৬ ও ম্যাট রেনশ ২৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া জশ ফিলিপ ৩৭ রান করেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে ভারত। ২২৪ দিন ভারতের জার্সিতে খেলতে নেমে ব্যর্থ হয়েছেন রোহিত (৮) ও কোহলি (০)। এই ম্যাচে শূন্য রানে আউটের মধ্যে দিয়ে ওয়ানডেতে ১৭তম ‘ডাক’ মেরে রোহিত শর্মাকে পেছনে ফেলেছেন কোহলি। রোহিত এর আগে ১৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন। ভারতের পুরো ইনিংসে রোহিত-কোহলির পথ অনুসরণ করেন টপ অর্ডারের ব্যাটাররা। ৪৫ রানের মধ্যে চার ব্যাটারকে হারায় তারা। শুভমান আউট হয়েছেন ১০ রানে। ভারতের সংগ্রহ ১০০ পেরোতে বড় অবদান রাখেন অক্ষর প্যাটেল (৩১) ও লোকেশ রাহুল (৩৬)। অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডি করেন ১১ বলে ২ ছক্কায় ১৯ রান।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন জশ হ্যাজলউড, মিচেল ওয়েন ও ম্যাথু কুনেমান। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও নাথান এলিস।

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত