লিগ খেলতে ইতিবাচক ক্লাবগুলো

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২১: ০০

অস্বচ্ছতার অভিযোগ তুলে নির্বাচন বয়কটের পাশাপাশি ঢাকার লিগগুলোতে না খেলার হুমকি দিয়েছিল বিদ্রোহী ক্লাবগুলো। তাদের এমন ঘোষণায় শঙ্কা তৈরি হয়েছে আগামী মৌসুমে ঘরোয়া ক্রিকেট নিয়ে। এ অবস্থায় লিগ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করবেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। গতকাল জানিয়েছেন, সময় ও স্থান ঠিক রেখে তাদের সঙ্গে বৈঠকে বসবেন।

গতকাল মিরপুরে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘ঢাকা লিগে খেলোয়াড়, কোচ, বয়, ফিজিও ট্রেনার সব মিলে দুই হাজারের বেশি মানুষ এখান থেকে আয় করে। ঢাকা লিগ তাদের একটা আয়ের মূল উৎস। এই টুর্নামেন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে দুই হাজার পরিবার হুমকির মুখে পড়বে।’

বিজ্ঞাপন

ঢাকার লিগ বন্ধ হলে ক্রিকেটারদের আয়-রোজগারে ভাটা পড়বে সেই চিন্তা বেশ ভালোভাবেই মাথায় রেখেছে বিদ্রোহী ক্লাবগুলো। এ নিয়ে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘খেলোয়াড়দের বিষয়টি সব সময়ই আমাদের মাথায় আছে। আমরা এটা মাথায় রেখেই এগোচ্ছি।’ এছাড়া আবাহনী ক্লাবের প্রতিনিধি জিএস হাসান তামিম বলেন, ‘আমরা সব সময় ইতিবাচক। বোর্ডের থেকেও কিছু আসবে, আমরাও এগোব। অনেক সময়ই তো ঝড়ের মধ্যে পড়ে যাই, সেটা তো থেমেও যায়।’

বিদ্রোহী ক্লাবগুলোর একটি সূত্র জানিয়েছে, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ যে চাইলেই এখন ভেঙে দেওয়া সম্ভব না সেটি তারাও বুঝতে পারছেন। এজন্য একটি ‘সমাধানের পথ’ খুঁজছেন তারা। তবে সেটি আসলে কীভাবে হবে, তা জানা নেই তাদেরও।

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত