স্পোর্টস রিপোর্টার
অস্বচ্ছতার অভিযোগ তুলে নির্বাচন বয়কটের পাশাপাশি ঢাকার লিগগুলোতে না খেলার হুমকি দিয়েছিল বিদ্রোহী ক্লাবগুলো। তাদের এমন ঘোষণায় শঙ্কা তৈরি হয়েছে আগামী মৌসুমে ঘরোয়া ক্রিকেট নিয়ে। এ অবস্থায় লিগ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করবেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। গতকাল জানিয়েছেন, সময় ও স্থান ঠিক রেখে তাদের সঙ্গে বৈঠকে বসবেন।
গতকাল মিরপুরে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘ঢাকা লিগে খেলোয়াড়, কোচ, বয়, ফিজিও ট্রেনার সব মিলে দুই হাজারের বেশি মানুষ এখান থেকে আয় করে। ঢাকা লিগ তাদের একটা আয়ের মূল উৎস। এই টুর্নামেন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে দুই হাজার পরিবার হুমকির মুখে পড়বে।’
ঢাকার লিগ বন্ধ হলে ক্রিকেটারদের আয়-রোজগারে ভাটা পড়বে সেই চিন্তা বেশ ভালোভাবেই মাথায় রেখেছে বিদ্রোহী ক্লাবগুলো। এ নিয়ে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘খেলোয়াড়দের বিষয়টি সব সময়ই আমাদের মাথায় আছে। আমরা এটা মাথায় রেখেই এগোচ্ছি।’ এছাড়া আবাহনী ক্লাবের প্রতিনিধি জিএস হাসান তামিম বলেন, ‘আমরা সব সময় ইতিবাচক। বোর্ডের থেকেও কিছু আসবে, আমরাও এগোব। অনেক সময়ই তো ঝড়ের মধ্যে পড়ে যাই, সেটা তো থেমেও যায়।’
বিদ্রোহী ক্লাবগুলোর একটি সূত্র জানিয়েছে, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ যে চাইলেই এখন ভেঙে দেওয়া সম্ভব না সেটি তারাও বুঝতে পারছেন। এজন্য একটি ‘সমাধানের পথ’ খুঁজছেন তারা। তবে সেটি আসলে কীভাবে হবে, তা জানা নেই তাদেরও।
অস্বচ্ছতার অভিযোগ তুলে নির্বাচন বয়কটের পাশাপাশি ঢাকার লিগগুলোতে না খেলার হুমকি দিয়েছিল বিদ্রোহী ক্লাবগুলো। তাদের এমন ঘোষণায় শঙ্কা তৈরি হয়েছে আগামী মৌসুমে ঘরোয়া ক্রিকেট নিয়ে। এ অবস্থায় লিগ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করবেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। গতকাল জানিয়েছেন, সময় ও স্থান ঠিক রেখে তাদের সঙ্গে বৈঠকে বসবেন।
গতকাল মিরপুরে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘ঢাকা লিগে খেলোয়াড়, কোচ, বয়, ফিজিও ট্রেনার সব মিলে দুই হাজারের বেশি মানুষ এখান থেকে আয় করে। ঢাকা লিগ তাদের একটা আয়ের মূল উৎস। এই টুর্নামেন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে দুই হাজার পরিবার হুমকির মুখে পড়বে।’
ঢাকার লিগ বন্ধ হলে ক্রিকেটারদের আয়-রোজগারে ভাটা পড়বে সেই চিন্তা বেশ ভালোভাবেই মাথায় রেখেছে বিদ্রোহী ক্লাবগুলো। এ নিয়ে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘খেলোয়াড়দের বিষয়টি সব সময়ই আমাদের মাথায় আছে। আমরা এটা মাথায় রেখেই এগোচ্ছি।’ এছাড়া আবাহনী ক্লাবের প্রতিনিধি জিএস হাসান তামিম বলেন, ‘আমরা সব সময় ইতিবাচক। বোর্ডের থেকেও কিছু আসবে, আমরাও এগোব। অনেক সময়ই তো ঝড়ের মধ্যে পড়ে যাই, সেটা তো থেমেও যায়।’
বিদ্রোহী ক্লাবগুলোর একটি সূত্র জানিয়েছে, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ যে চাইলেই এখন ভেঙে দেওয়া সম্ভব না সেটি তারাও বুঝতে পারছেন। এজন্য একটি ‘সমাধানের পথ’ খুঁজছেন তারা। তবে সেটি আসলে কীভাবে হবে, তা জানা নেই তাদেরও।
খেলা ছিল এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে। যেটা কিনা এখন বার্সেলোনার ঘরের মাঠ। আর কাতালানদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। ম্যাচ হবে একপেশে।
১ ঘণ্টা আগেলেস্টার যেবার রূপকথার জন্ম দিল, ওই বছরই চতুর্থ টায়ারে নেমে যাওয়ার শঙ্কায় ছিল সুইডেনের ক্লাব মিয়ালবির। ৯ বছর পর রথ চলল উল্টো পথে; লেস্টার ইপিএল থেকে অবনমিত হয়েছে আর মিয়ালবির হাতে উঠল শিরোপা। তাও প্রথমবারের মতো মেজর কোনো শিরোপা।
৩ ঘণ্টা আগেআইসিসি নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য আসরে টিকে থাকার। বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২০২ রানে গুটিয়ে দিয়েও শেষের ব্যাটিং বিপর্যয়ে ৭ রানে হারতে হয়েছে বাংলাদেশকে।
৫ ঘণ্টা আগেব্রায়ান লারার ব্যাটিংয়ের ভক্তের অভাব নেই। তার ব্যাক ফুট ড্রাইভ, কাভার ড্রাইভ কিংবা পুল এবং হুক শট যে কারো চোখ জুড়িয়ে দিত। পায়ের কাজটা যেকোনো ব্যাটারের কাছে স্বপ্নের মতো। ক্যারিবিয়ান কিংবদন্তির পায়ের কাজকে ব্যাখ্যা করতে গিয়ে কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে টেনে আনলেন আরেক মহাতারকা শচিন টেন্ডুলকার।
৭ ঘণ্টা আগে